ডাই পোস্ট ||| চুলের যত্নে রেমেডি ||| original diy by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার বাংলা ব্লগে প্রতিদিন ব্লগ লেখা যেন একটি নিয়ম হয়েগেছে। আর মানুষ যদি নিয়মের মধ্যে সবকিছু করে সেই নিয়মটি কখনো সে ভূলে না। তাই যত সমস্যায় হোক চেষ্টা করি ব্লগ লেখার জন্য। যদি শারীরিক অসুস্থ বেশি থাকে তখন একটু ব্যতিক্রম হয়।
শরীর সুস্থ মানে সুস্থ মন। সুস্থ আবেগ সুস্থ অনুভূতি। শরীর ভালো থাকলে যে কোন কাজ করতে ভালো লাগে তাই তো আমাদের শরীর ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। শরীর কিভাবে ভালো থাকবে,কিভাবে অন্যের সামনে নিজের সৌন্দর্য তুলে ধরব, এবং নিজের স্মার্টনেস নিজেকে বজায় রেখে সঠিক কিভাবে চলতে হয়। অনেক সময় আমাদের হাত চোখ চুল এগুলোর যত্ন নেওয়া দরকার। প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ যদি আমরা যত্নে নেই তাহলে সুস্থ থাকবে শরীর এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি চেষ্টা করি সব সময় প্রাকৃতিক অথবা নেচ্যারাল উপকরণ দিয়ে রূপচর্চা করার জন্য এতে করে সাইড ইফেক্ট কম থাকার ভয় থাকে। সৃষ্টিকর্তা আমাদের কে প্রকৃতির এত গাছ দিয়েছেন আমাদের কোন না কোন উপকারে আসার জন্য।
তবে এগুলো প্রমাণও পাচ্ছি সত্যিই প্রত্যেকটি গাছের কোন না কোন গুনাগুন রয়েছে। আমি চেষ্টা করি ন্যাচারাল উপকরণ গুলো দিয়ে বাসায় চুলের যত্নে নিজের তৈরি রেমেডি ইউজ করার জন্য। আমি আজ আপনাদের মাঝে "চুলের যত্নে রেমেডি" নিয়ে হাজির হয়েছি। চলন আর কথা না বাড়িয়ে কিভাবে চুলের যত্নে রেমিডিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।মেহেদী পাতা।
২। চা।
৩।ভিটামিন ই কেপ।
৪।নারিকেল তৈল।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
প্রথমে মেহেদির পাতাগুলো সুন্দর করে ডালগুলো ছাড়িয়ে নিয়েছি।
এবার মেহেদি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়েছি ।
এবার একটি শিল্পাটায় মেহেদী পাতা গুলো মিহি করে বেটে নিয়েছি।
চা পাতা পানি দিয়ে চা করে নিয়েছি।
এবার মেহেদীতে ই ক্যাপ দিয়ে দিয়েছি।
এবার চুলের যত্নে মেহেদির ন্যাচারাল রেমিডি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "চুলের যত্নে রেমেডি"। এবার এই "চুলের যত্নে রেমেডি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
চুলের যত্নে সোচ্চার হওয়া খুবই জরুরী। আমাদের অনেকেরই চুলের সমস্যা দেখা দেয়। আর আপনি সঠিক পদ্ধতিতে চুলের যত্নের পদ্ধতি তুলে ধরেছেন আপু।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
https://x.com/mst_akter31610/status/1934566940267479279?t=3Tiy-TlrCYSRzXZzTirJOA&s=19
https://x.com/mst_akter31610/status/1934568748041834816?t=QqxMtDJ7RdN9mutYIgQ4Dw&s=19
চুলের জন্য আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি হয়। কারণ মাথা ভর্তি চুল না থাকলে দেখতে ভীষণই খারাপ লাগে। তাই প্রতিনিয়ত চুলের যত্ন করা আমাদের খুবই জরুরী। আপনি আজকে চুলের যত্নে খুব সুন্দর একটি রেমেডি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো।
আমার রেমিডি আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য বড় পাওয়া।
বর্তমান সময়ে অনেকে চুলের যত্ন এবং অন্যান্য জিনিসের যত্ন নেয়। চুলের সৌন্দর্য নিলে মানুষের মুখ এবং শরীর দেখতে অনেকটা সুন্দর দেখায়। আপনি দেখছি মেহেদি পাতায় এবং অন্যান্য জিনিস দিয়ে চমৎকার রেমেডি তৈরি করেছেন। আর মানুষের শরীরের বাহিরের অংশ যদি যত্ন নেওয়া হয় তখন মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত রেমেডি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ব্যবহৃত প্রত্যেকটি উপকরণই চুলের জন্য অনেক বেশি উপকারী। আসলে পুরুষ হোক মহিলা প্রত্যেকেরই চুলের যত্ন নেয়া উচিত। কারণ মাথা ভর্তি চুল থাকলে সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। আপনি বেশ সুন্দর একটি রেমেডি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
চুলের যত্ন করা অত্যন্ত জরুরী৷ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যত্ন না করার কারণে তাদের চুলের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে। আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আশা করি যাদের এই সমস্যা রয়েছে তারা এই সমস্যা থেকে অনেকটাই সুফল পাবে। একই সাথে এটি ব্যবহার করার মধ্য দিয়ে অনেকে উপকৃত হবে বলে আমি মনে করি৷