ফটোগ্রাফি পোস্ট ||| এলোমেল ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20250112_094537.jpg




বর্তমান সময়টা একটু লক্ষ্য করলে দেখা যায় । আমাদের চারপাশে অসুস্থতার যেন একটি আতঙ্ক সবার মাঝে। যেখানেই যাচ্ছি যে পরিবারের সঙ্গে কথা বলছি সবাই কেন জানি বলছে কেউ ভালো নেই অসুস্থ আর এবারের মত জ্বর কোন মানুষকে এতটা কষ্ট দেয়নি। এবার যারা জ্বরে ভুগেছে তারাই ‎বুঝতে পেরেছে কতটা কষ্টদায়ক।এই অসুস্থ থেকে সবাই যেন সুস্থ হয় সেজন্য সবার মঙ্গল কামনায় এবং সুস্থতা কামনা করছি। ‎আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি "এলোমেল ফটোগ্রাফি" নিয়ে ।

IMG_20250111_174213.jpg

ফটোগ্রাফি করতে বরাবরই ভালো লাগে তাই তো সবসময় যেখানে যায় যে অবস্থায় থাকি না কেন চেষ্টা করি সুন্দর কোন ছবি চোখের সামনে পড়লে ক্যামেরা বন্দি করে নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে সবুজে প্রকৃতির মাঝে গেলে অন্যরকম একটি অনুভূতি আসে। মনে হয় এই সবুজ প্রকৃতি ও একটি সবুজ গাছের নিচে দাঁড়ালে মনের ভেতর অনেক শান্তি মিলে।

IMG_20250110_172919.jpg

আর সবুজ গাছপালা দেখলেও চোখেও শান্তি পাওয়া যায়। মনে হয় এই প্রকৃতির মাঝে সব সময় যদি হারিয়ে যেতে পারতাম কিন্তু আমাদের ব্যস্ততা কাজকর্ম সবকিছুই জীবনের জন্য ঠিকভাবে চালিয়ে যেতে হয়। তাইতো এত ব্যস্ততার পরেও আমরা যদি আমাদের মনটাকে ফ্রেশ রাখতে চাই তাহলে এই সবুজ প্রকৃতির মধ্যে একটু ঘোরাফেরা করলে মনের ভেতর যেমন আনন্দ লাগে তেমনি প্রশান্তিও লাগে। সুজলা সুফলা সবুজে শ্যামল আমার এ দেশ। এদেশ যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই।গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার সবুজের শ্যামলের ভরা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করে। দেখি ততই যেন ভরে না মন। এমন সৌন্দর্য সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না।

IMG_20250110_170923.jpg

প্রকৃতির সৌন্দর্য আমাদের সকলের নজর কারে। প্রকৃতি ফুল দিয়ে ফল দিয়ে তার সৌন্দর্য সবকিছুই আমাদের মাঝে বিলিয়ে দেয় । এই প্রকৃতি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। আমরা মানুষ মানুষকে কত না অযত্ন অবহেলায় এবং তার সামান্য কথায় মানুষ মানুষকে মেরে ফেলছি। কিন্তু প্রকৃতি তার সর্বস্ব দিয়ে আমাদেরকে যেমন চেষ্টা করছে ভালো রাখছে।

IMG_20250112_094523.jpg

এই প্রকৃতির গাছ গাছালি থেকে আমরা পাচ্ছি নানান রকমের ঔষধ সৃষ্টিকর্তা আমাদের মাঝে যে গাছটি দিয়েছেন সেটি কোন না কোন মানবের উপকারে আসার জন্য । তাইতো সৃষ্টিকর্তার যে কোন সৃষ্টির নেই কোন তুলনা। অযত্নে আবহায় বেড়ে ওঠা গাছটিও আমাদের কোন না কোন কাজে আসার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ।

IMG_20241212_135138.jpg

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নিবেন। কারণ চার সাইডে শুধু শোনা যাচ্ছে অসুস্থতা অসুস্থতা। তাই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 5 days ago 

আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়।

 5 days ago 

ওয়াও আজকে আপনি চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে বারবার মন চায়। ধন্যবাদ সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আসলেই বাহিরে গিয়ে সুন্দর কিছু চোখে পড়লেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। ফটোগ্রাফি করাটা এক ধরনের নেশায় পরিণত হয়েছে। যাইহোক নৌকার ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

নৌকার ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আর আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন। অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 days ago 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ এর মধ্যে প্রথমে যে সুন্দর নৌকা এবং নদীর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷