DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে বিচ্ছু।

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি সকলে পরিবারসহ সুন্দর সময় অতিবাহিত করছেন এবং সুস্থতার সঙ্গে জীবন ধারণ করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

Messenger_creation_0D1AD1FD-5B89-4CCF-8B6E-6B74484C5E96.jpeg


আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আজকে আমি আপনাদের মাঝে ডাই পোস্ট নিয়ে হাজির হতে যাচ্ছি, ডাই প্রজেক্ট তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই সেই ভালোলাগা থেকে আজকে ডাই পোস্টটি করছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ডাইটি কিভাবে করেছি তার পুরো বিষয়টি দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ-

১.রঙিন কাগজ।

Messenger_creation_5BE4F5FB-80C0-4EAA-8D51-EA1B339C62D5.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

প্রথম ধাপ

Messenger_creation_CBB68374-D580-497E-9EDC-D5E13FF81B6F.jpeg

প্রথমে রঙিন কাগজটিকে চতুর্ভুজ আকারে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

Messenger_creation_813018A9-5AD4-4EC6-9930-18491BA97025.jpeg

চতুর্ভুজ আকারে কেটে নেওয়া রঙিন কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

Messenger_creation_CFAE0DAC-6671-47E4-AD73-6E3782AAA06C.jpeg

এবার এই ভাঁজ করা কাগজটিকে ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

Messenger_creation_C9861904-01BA-40D5-B690-48B92D053657.jpeg

ত্রিভুজ আকৃতির কাগজটিকে বর্গাকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

Messenger_creation_4E55ECDF-8994-4017-A478-06308BEF5FAE.jpeg

এবার এই কাগজটিকে সুন্দর করে আবার ত্রিভুজ আকৃতির করে ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

Messenger_creation_747ECCF5-54E5-4D69-B6FF-B2E30DFAEBAA.jpeg

এবার একপাশে আবার চিকন করে ভাঁজ করে নিয়েছি।

সপ্তম ধাপ

Messenger_creation_36B75A3D-1663-4D5A-900E-D4150BDFF72D.jpeg

এবার সম্পূর্ণ ভাঁজটি আবার খুলে নিয়েছি।

অষ্টম ধাপ

Messenger_creation_D6FDD50C-75AD-4983-A2A2-5F54EC5D6806.jpeg

এবার আগের ভাঁজগুলোকে নতুন ভাঁজে ভাঁজে দিয়েছি ও মাঝখানে ত্রিভুজ করে নিয়েছি।

নবম ধাপ

Messenger_creation_3E369A4B-6139-4670-94A5-36ED64FD5910.jpeg

এইবার রঙিন কাগজের শেষের দিকে দুটি শিংএর মত বানিয়ে নিয়েছি।

দশম ধাপ

Messenger_creation_D8D2D6FB-6B6E-4304-A00D-0640DB1E8F8D.jpeg

এবারে এই শিং দুটোকে আর একটু বাঁকিয়ে নিয়েছি।

এগারো তম ধাপ

Messenger_creation_57384C6B-3631-4512-B701-2D1599869FFE.jpeg

Messenger_creation_C8054E45-0B36-4399-8F7A-507BFEEDC965.jpegMessenger_creation_5E5A8AE4-CE4B-4D10-8B9C-32EB37B81D5F.jpeg

এবার মাঝখান থেকে কাগজটিকে সুন্দর করে বাজিয়ে নিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজে বিচ্ছু"।এবার এই "রঙিন কাগজে বিচ্ছু" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 2 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর আপনার তৈরি করা রঙিন কাগজের বিচ্ছু দেখতে কিন্তু সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন আপনি।

 2 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 2 days ago 

অনেক কষ্ট করে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা লাগে। কারণ ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এগুলো অনেক সময় নিয়ে ভাঁজ দিয়ে তৈরি করা লাগে। কাগজগুলো ভাঁজ করার সময় যদি একটু এলোমেলো ভাবে ভাঁজ হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনি এটা অনেক মনোযোগ সহকারে তৈরি করেছেন দেখে বুঝতে পারছি।

 2 days ago 

এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 2 days ago 

বাহ আপু আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব ভয়ংকর বিচ্ছু তৈরি করেছেন। তবে আপনার কাগজের তৈরি বিচ্ছু কিন্তু ভয়ংকর হয়েছে। আর রঙিন কাগজে কিছু বানালে দেখতে এমনিতে চমৎকার লাগে। আপনার বানানো রঙিন কাগজের এই বিচ্ছু যদি ছোট বাচ্চারা দেখে তারা অনেক ভয় পাবে। ধন্যবাদ কাগজের বিচ্ছু তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।