আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্ট

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

image.png

আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি আসতে চলেছে, আগামী ১১ই জুন আমার বাংলা ব্লগ কমিউনিটির ৪র্থ বর্ষপূর্তি। আর প্রতিবছর এই বর্ষপূর্তির জন্য আমার পক্ষ থেকে একটি স্পেশাল কনটেস্ট এর আয়োজন রাখা হয়। তবে এই বছরে ব্যস্ততা বেশি থাকাতে অনেক আগে থেকে সেটা করা হয়নি। তবে শেষ মুহূর্তে আমরা আলোচনার মাধ্যমে বেশ দারুন একটি কনটেস্ট এর টপিক সিলেক্ট করেছি এবং আমি আশা করছি যে আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্তমানে যেসকল অ্যাক্টিভ মেম্বার রয়েছেন ওনারা সকলেই এই কনটেস্টে পার্টিসিপেট করতে পারবেন এবং সকলেই খুব আনন্দিত হবেন এই কনটেস্ট সম্পর্কে জানতে পেরে। কারণ একেবারেই খুবই সহজ একটি কনটেস্টের টপিক সিলেক্ট করা হয়েছে যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারেন। আমার বাংলা ব্লগ কমিউনিটির কনটেস্ট মানেই কিন্তু দারুন একটা কিছু।

আমরা সকলেই জানি যে বর্তমান যুগ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই সহজ করে তুলেছি। তাই এবার ভাবা হয়েছে যে, সেই বিষয়টাকে কেন্দ্র করেই এবার $PUSS কে নিয়ে একটি কনটেস্ট চালু করা যাক। অর্থাৎ সহজভাষায় বলতে গেলে এই বার বর্ষপূর্তির কনটেস্ট এর বিষয় হলো,

AI দিয়ে তৈরি করুন $PUSS নিয়ে আপনার যেকোনো ক্রিয়েটিভ কিছু।

শর্তাবলিঃ
➥এই প্রতিযোগিতায় শুধুমাত্র "আমার বাংলা ব্লগের" সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন ।
➥ফাইনাল আউটপুট হতে হবে ক্লিয়ার।
➥ কোন AI দিয়ে করা হয়েছে তার নাম উল্লেখ করতে হবে।
➥ কি প্রম্পট দিয়ে আপনার আউটপুট এনেছেন সেটাও আপনার কনটেস্ট পোস্ট এ জানাতে/দেখাতে হবে।
➥একাধিক বার একাধিক পোস্ট এর মাধ্যমে কনটেস্টে অংশগ্রহণ করা যাবে।
➥ আপনার কনটেস্ট পোস্ট এ #abb-anniversary এই ট্যাগটি অবশ্যই থাকতে হবে।আর এই পোস্টের কমেন্টে আপনাদের কনটেস্ট পোস্ট লিংক দিতে হবে।তা না হলে আপনার অংশগ্রহণটি অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
➥কন্টেস্টের সময়সীমা :এখন থেকে লাস্ট ডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৯ টা,বাংলাদেশী সময় সকাল ৮.৩০টা অব্দি।
➥কনটেস্ট উইনারদেরকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে ।
➥কন্টেস্টের রেজাল্ট ঘোষণা করা হবে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটে ।

ধন্যবাদ :)

Sort:  
 2 months ago 

দারুন একটি প্রতিযোগিতা তবে টপিকটা পুরোপুরি ভিন্ন রকম লেগেছে সবাই নিজের কাজের দক্ষতা তুলে ধরতে পারবে।

 2 months ago 

একদম ব্যতিক্রমর্ধী আইডিয়া এবং সৃজনশীলতা প্রকাশের দারুণ একটা সুযোগ তৈরী করবে এই প্রতিযোগিতা। আশা করছি সবাই দারুণ সকল আইডিয়া নিয়ে অংশগ্রহণ করবে। ৪র্থ প্রতিষ্ঠা বাষির্কীর শুভেচ্ছা রইল।

 2 months ago 

অবশেষে চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্টের আয়োজন করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি সকলেই সকলের জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবে। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর কিছু দেখতে পারবো।

 2 months ago 

দারুন উদ্যোগ, চমৎকার একটি কনটেস্ট এর আয়োজন করেছেন দাদা।এবিবি এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে puss সম্পর্কিত প্রত্যেকের ক্রিয়েটিভিটি দেখতে পারবো।যদিওবা এই কনটেস্ট এর সময় সীমা কম তারপরও যথেষ্ট চেষ্টা করব কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্যে।

 2 months ago 

ওয়াও আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দারুণ একটি কনটেস্টের আয়োজন করছেন দাদা।আমার কাছে মনে হয় এই কনটেস্ট সবাই অংশগ্রহণ করবে।আমিও চেষ্টা করব এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 2 months ago 

আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি কনটেস্ট পেলাম। AI দিয়ে তৈরি করা $PUSS নিয়ে যেকোনো ক্রিয়েটিভ কিছু। এই কনটেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে নতুন একটি বিষয়ের জ্ঞান অর্জন হবে। আমি আশা করি প্রত্যেকটা মেম্বার এ কনটেস্টে অংশগ্রহণ করবে। যদিও ঈদুল আযহার জন্য সবাই ব্যস্ত সময় পার করবে। তারপরও সময় সুযোগ করে অবশ্যই এই অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 2 months ago 

চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে দারুন একটি কনটেস্টের আয়োজন করেছেন দাদা। আশা করছি সবাই নিজেদের দক্ষতায় দারুন কিছু উপস্থাপন করবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

 2 months ago 

চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার একটি কনটেস্টের আয়োজন করেছেন দাদা। আশা করছি সবাই অংশগ্রহণ করবে।পুস এগিয়ে গেছে আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

খুবই ইন্টারেস্টিং একটা কনটেস্ট এটা! এরই মাধ্যমে এআই এর ভিন্নধর্মী ব্যবহার সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি ক্রিয়েটিভিটিগুলো বেরিয়ে আসবে।

 2 months ago 

আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার একটি কনটেস্টের আয়োজন করেছেন দাদা। আশা করি সবার অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতাটি সফল হবে। পুস কয়েন অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যাইহোক এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।