আজকে আমার নিজের ব্যক্তিগত পোস্ট শেয়ার করার মুহূর্ত।

in #arbanglablo5 days ago

আসসালামুয়ালাইকুম,

হ্যলো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি নতুন একটা যায়গায় কাজ করার মজাই আলাদা।ইসটিমেট আপনাদের মাঝে আমি আজকে আমার বেকতি গত পোস্ট নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে আজকে আমি একজন নতুন ইউজার আমি পড়ালেখা করি তাঁর সাথে সাথে আমি আপনাদের মাঝে চলে এসেছি আমার বাড়িতে মা বাবা এবং আমি সহ মোট তিনজন আমার পরিবারের সদস্যরা আমি বাড়িতে কাজ কাম করি তাঁর সাথে সাথে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি আমার আজকের নিজের বিষয়ে নিয়ে পোস্ট করছি।যদি আমার কনো ভুল টু্টি হয়ে যায় তাহলে আপনারা আমার ছোট ভাই হিসাবে খমা দিসটিটে দেখবেন আমি আশা করি।

IMG_20251013_170639_842.jpg

IMG_20251013_170627_434.jpg

IMG_20251013_170637_101.jpg

‎আজকে থেকে আমি আপনাদের মাঝে নতুন ব্লগ ইউজার আসলে আমার খুবই ঘোরাঘুরি করতে ভালো লাগে তার সাথে সাথে আমি ক্লাস নাইনে পড়ি পড়াশোনা করি এবং তার সাথে সাথে আরো আমি ফুটবল খেলা খেলতেও ভালোবাসি এবং আমি সকালে প্রাইভেট পড়ে গিয়ে এবং সন্ধ্যাবেলায় বিরহের পরী এবং তার সাথে সাথে খুবই পড়ালেখার ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো যাচ্ছে আসলে আপনাদের মাঝে নতুন জায়গায় ইসটি মিটে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারা আমার উপরের ছবিটিতে তাকালে দেখতে পারবেন আমাদের বাড়ির পাশে পুকুরের মধ্যে ফুল ফুটেছিল তাই আরকি আমি এই ফুলের পার থেকে আমি ছবি তুলে যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমি বসে আছি সেই সময় আমার বন্দে আমার বন্ধুকে বললাম ছবিগুলো তুলে দিতে আপনারা ছবিগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর ফটোগুলো তুলেছে বন্ধুতা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি নতুন ব্লগ ইউজার হিসেবে আশা করছি আপনারা আমার সাপোর্ট করবেন এবং আমি আপনাদের মাঝে নতুন জায়গায় এসে কাজ করতে হবে এবং যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমার ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।আরো তাঁর নিচের ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার আমার রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলি আসলেই আমার ছবি গুলো দেখতে চমৎকার লাগছে আমাদের বাড়ির পাশের রাস্তায় এবং তাল গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলি আজকে আমার সর্বপ্রথম একটা পোস্ট এস্টিমেটে এসে পোস্ট করা।

IMG_20251013_170625_090.jpg

IMG_20251013_170333_447.jpg

IMG_20251013_172707_472.jpg

Sort:  
Loading...