শরীর আর সম্পত্তি নিয়ে অহংকার নয়।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
মানুষের জীবনে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ শরীর তথা স্বাস্থ্য ও সম্পত্তি তথা ধন-সম্পদ। এই দুটি সম্পদ মানুষকে সমাজে সম্মানিত করে, আত্মবিশ্বাস জোগায় এবং অনেক কিছু অর্জনের পথ তৈরি করে দেয়। কিন্তু সমস্যা হয় তখনই, যখন মানুষ এই দুটি জিনিস নিয়ে অহংকার করতে শুরু করে।
আমাদের মনে রাখা উচিত, শরীর ও সম্পত্তি এই দুটোই সময়ের স্রোতে ক্ষণস্থায়ী। কখন, কীভাবে এগুলো হারিয়ে যায়, কেউ বলতে পারে না। আজ যে ব্যক্তি সুস্থ, কাল সে হঠাৎ করেই মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে। আবার যে ব্যক্তি আজ ধনী, আগামীকাল সে নিঃস্ব হয়ে যেতে পারে। কারণ, অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না।
অনেকেই নিজের সুস্বাস্থ্যের কারণে অহংকার করে বসেন আমি তো খুব ফিট, আমার কোনো অসুখ-বিসুখ হয় না। কিন্তু প্রকৃতপক্ষে, আমাদের শরীর একটি সময়সীমার মধ্যেই কার্যক্ষম থাকে। বয়স বাড়ার সাথে সাথে শরীর দুর্বল হয়, নানা রকম রোগ বাসা বাঁধে। আবার দুর্ঘটনা, ভাইরাস, বা হঠাৎ করেই কোনো বড় অসুখ আমাদের জীবন বদলে দিতে পারে।
প্রশ্ন হলো যে শরীরকে নিয়ে মানুষ গর্ব করে, তার নিয়ন্ত্রণ আসলে কার হাতে? আমরা কি শতভাগ নিশ্চিত হতে পারি, আমাদের শরীর চিরকাল সুস্থ থাকবে? অবশ্যই না। তাই শরীর নিয়ে অহংকার না করে, আল্লাহর শুকরিয়া আদায় করাই শ্রেয়।
সম্পত্তি, ধন-সম্পদ এগুলো অনেক সময় মানুষকে ঘৃণা, অহংকার ও অবজ্ঞায় ভরে তোলে। অনেকে মনে করেন, টাকা থাকলে সবকিছু সম্ভব। তারা দরিদ্রদের তুচ্ছ ভাবেন, অভাবীদের পাশে দাঁড়ান না, বরং হেয় করেন।
কিন্তু ইতিহাস বলছে, ধনী ব্যক্তিরাও এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলেছে। ব্যবসা ধ্বংস হয়েছে, ব্যাংক দেউলিয়া হয়েছে, সম্পত্তি হাতছাড়া হয়েছে এমন হাজারো উদাহরণ আছে।
সম্পত্তি মানেই নিরাপত্তা নয়, আর গরিব মানেই অযোগ্য নয়। তাই ধনসম্পদ নিয়ে গর্ব না করে, সহানুভূতিশীল হওয়া, দান করা, এবং মানবিকতা বজায় রাখা এই গুণগুলোই মানুষকে প্রকৃত অর্থে বড় করে তোলে।
অহংকার সৃষ্টিকর্তার সবচেয়ে অপছন্দনীয় গুণগুলোর একটি। শয়তান অহংকারের কারণে অভিশপ্ত হয়েছিল। অহংকারী মানুষ একসময় সমাজ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ, কেউই অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। এক সময় সে একা হয়ে যায়, আর তখনই বোঝে অহংকার তাকে কোথায় নিয়ে এসেছে।
উদাহরণের জন্য বেশি দূরে যেতে হবে না। আমাদের দেশে কালের বিবর্তনে সব থেকে ক্ষমতাশালী ব্যক্তিটি ও আজকে নিঃসঙ্গ একাকী দিন যাপন করছে। পালিয়ে বেড়াচ্ছে, মানুষ ঘৃণার সাথে তার নাম নিচ্ছে। সব থেকে বড় সমস্যা হলো মানুষ এগুলো থেকে শিক্ষা নেয় না। যদি মানুষ শিক্ষা নিতো তাহলে দেশ সমাজ আরো অনেক আগেই পরিবর্তন হয়ে যেতো। আজকে ক্ষমতা নেয়, শরীরের চামড়া ঢিলে হয়ে যাচ্ছে। ক্ষমতার কত বাহাদুরি কত অপব্যবহার কত অহংকার আমরা দেখেছি। আজকে কিছুই নেই। আজকে নিজের ছায়া দেখলেও ভয় পায়।
শরীর আর সম্পত্তি এই দুই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এগুলো নিয়ে গর্ব নয়, কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা যত বেশি নম্র হবো, তত বেশি মানুষের ভালবাসা ও আল্লাহর রহমত পাবো।
তাই আসুন, অহংকার নয়, নম্রতা ও কৃতজ্ঞতাকে সঙ্গী করে জীবন চলি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1953140237854752918?t=mrl6OiCkihc9sdqVlVdV6w&s=19
https://x.com/RamimHa74448648/status/1952971118001963278?t=HDx3b1Ft9CQ_x-DmaoDrkA&s=19