আর্ট :- কালারফুল ম্যান্ডেলা আর্ট।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে দেখাবো। আমি সবসময় এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পছন্দ করি। আপনার করা ম্যান্ডেলা আর্ট আমার কাছে বেশ ভালো লাগে। আমি সব সময় ভিন্নরকম কিছু ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যেকোনো কাজ করতে গেলে ধীরে ধীরে করলে দেখতেও সুন্দর দেখায়। কারণ সুন্দর কিছু ফুটিয়ে তোলার জন্য যে কোন কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করতে হয়। আমি সব সময় বিভিন্ন রকম পেইন্টিং এর পাশাপাশি যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। আজকে আমার করা এই পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার এই পেইন্টিং আপনাদের অনেক ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর প্রথমে মাঝখানের অংশে কয়েকটি গোল বৃত্ত দিয়ে তার মাঝখানে ছোট ছোট কিছু বিভিন্ন ডিজাইনের ম্যান্ডেলা ফুলের আর্ট করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর চারপাশে গোল কিছু ফুলের দাগ দিয়ে তার মাঝখানে চিকন দাগ দিয়ে পাতার মত করে ম্যান্ডেলা ডিজাইন আর্ট করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর চারপাশে বড় বড় আরো কিছু পাতার মত করে আর্ট করে তার মাঝখানে চিকন দাগ টেনে সুন্দর ম্যান্ডেলা ফুলের আর্ট করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর মাঝখানে গোল বৃত্তের এবং চারপাশের কিছু অংশে সুন্দর করে লাল রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর পাতা চারপাশে শেষের অংশে লাল রং কলম দিয়ে পাতার রং করে সুন্দর একটি ফুলের বড় ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
ম্যান্ডেলা আর্ট দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আপু। ম্যান্ডেলাগুলো আর্ট করলে দেখতে ভারী সুন্দর লাগে তবে এটা অনেক সময়ের ব্যাপার। আমি যখন আমার বাংলা ব্লগে প্রথম কাজ করা শুরু করেছিলাম তখন কয়েকটি ম্যান্ডেলা অঙ্কন করে শেয়ার করেছিলাম। দিন যত যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে। ইচ্ছে করলেও এত সুন্দর জিনিস অংকন করে শেয়ার করতে পারি না। তবে আপনার ম্যান্ডেলাটি আসলেই অসাধারণ হয়েছে আপু। সম্পূর্ণ প্রসেস এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।
https://x.com/bdwomen2/status/1945118499258470839?t=ls4VvHmGK69FauRHLmcfpQ&s=19
ম্যান্ডালা আর্টগুলো আমারও বেশ ভালো লাগে। সেই সাথে ভাল লাগে ম্যান্ডালা আর্ট করতে। যাইহোক বেশ সুন্দর এঁকেছেন ম্যান্ডালা আর্টটি। আসলে ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য্য ফুটে উঠেএর ছোট ছোট ডিজাইন এর উপর। ডিজাইন যত সুন্দর হবে ম্যান্ডালা আর্ট তত সুন্দর হবে। সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে কালারফুল ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন।আপনার আর্ট দেখে আমারও ম্যান্ডেলা ডিজাইন করার ইচ্ছা হচ্ছে।আপনার আর্টে নীল ও হলুদ রঙের কন্ট্রাস্ট খুবই চোখধাঁধানো! ম্যান্ডেলার স্টাইলটি কতটা সঠিকভাবে ফুটে উঠেছে, তা দেখে অভিভূত হলাম। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/bdwomen2/status/1945105206112366601?t=WwLubbiJhBmV9jHxJVNFlA&s=19
https://x.com/bdwomen2/status/1945107737999749460?t=YVqmtGSJMmw5cUu3uQEsAA&s=19
https://x.com/bdwomen2/status/1945108158558482716?t=VjdzfFLS1OA-EjGWqWuxSQ&s=19
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। কালারিং ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি।
আজকের এই আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক নিখুঁতভাবে আপনি এই আর্ট সম্পূর্ণ করেছেন। অনেক ধন্যবাদ এটা ভাগ করে নেওয়ার জন্য।
ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আর কালার ফুল ম্যান্ডেল আর্ট হলে তো কথাই নেই। চমৎকার আর্ট করেছেন আপনি। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা আর্ট টি দেখতে দারুন হয়েছে। খুবই নিখুঁত হাতে আর্ট টি সম্পূর্ণ করেছেন।যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।কালারফুল হওয়ার কারণে আর্ট টি বেশ সুন্দর ফুটে উঠেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।