চাঁদনী রাতের সিনারিও – পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।



আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চমৎকার পেইন্টিং নিয়ে। মাঝে মাঝে পেইন্টিং করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখন হাতে সময় থাকে এবং মন ভালো থাকে তখনই পেইন্টিং করতে বসে যাই। আর পেইন্টিং করার পর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। আজ আমি চাঁদনী রাতের একটি চমৎকার সিনারিও এক্রেলিক রং দিয়ে পেইন্টিং করেছি। আর এই পেইন্টিংটায় আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চাঁদনী রাতের সুন্দর সিনারিওটা কিভাবে পেইন্টিং করলাম সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

IMG_20231111_180027_029~2@853112247-01.jpeg

IMG_20231111_180014_657~2@-1276419530-01.jpeg

উপকরণ :

• এক্রেলিক রং
• রং তুলি
• আর্ট পেপার

ধাপ-১

সাদা রঙ এবং নীল রঙ মিক্সড করে একটি ব্রাশের সাহায্যে আর্ট পেপার এর উপর পেইন্ট করে নিলাম।

IMG_20231111_171217_324.jpgIMG_20231111_171448_522~2.jpg
ধাপ-২

এখন আর্ট পেপারের উপরের অংশে কিছুটা সাদা রং করে নিব।

IMG_20231111_171638_204.jpg

ধাপ-৩

পেপারের মাঝ বরাবর একটি চাঁদ আঁকিয়ে নিব।

IMG_20231111_172029_511.jpg

ধাপ-৪

নিচে মাটি আঁকিয়ে নিব। সেজন্য কালো রং করে নিব।

IMG_20231111_172413_108.jpgIMG_20231111_172612_931.jpg
ধাপ-৫

এখন সুন্দর করে একটি গাছ আঁকিয়ে নেয়ার চেষ্টা করছি।আর গাছের সাথে অনেকগুলো ডালপালাও আঁকিয়ে নিব। বেশি করে ডালপালা দেওয়ার জন্য চিত্রটির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে।

IMG_20231111_173054_025.jpgIMG_20231111_173218_788~2.jpg

IMG_20231111_174438_248~2.jpg

ধাপ-৬

এখন গোলাপি রঙ দিয়ে গাছে ফুল আঁকিয়ে নিব। আর গোলাপি রঙের কিছু কিছু স্থানে সাদা রঙ ও দিয়ে দিব।

IMG_20231111_174728_709.jpg

IMG_20231111_174932_323~2.jpg

ধাপ-৭

চিত্রটির ভিতর আমি আরো কিছু কাজ করে নিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য।

IMG_20231111_175244_849.jpg

ধাপ-৮

এখন গাছটি থেকে ফুল ঝরে পড়ছে এমন কিছু দৃশ্য আঁকিয়ে নেব।

IMG_20231111_175637_418.jpg

ধাপ-৯

চাঁদনী রাতের সিনারিও সম্পূর্ণ পেইন্টিং করা শেষ হলে নিচে আমার একটি সিগনেচার করে নিব।

IMG_20231111_175727_137~2.jpg

IMG_20231111_180034_495@1815835576-01.jpeg

IMG_20231111_180146_832~2@865344085-01.jpeg

IMG_20231111_180219_448~2@501554525-01.jpeg

আমার আজকের পেইন্টিং টা কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ। আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

চাঁদনী রাতে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে আর্ট টা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপু।

 2 years ago 

চাঁদনী রাতের সিনারিও পেইন্টিং অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

চাঁদনী রাতের সুন্দর দৃশ্য প্রিন্টিং করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর ভাবে আপনি আপনার কার্যক্রম করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার কার্যক্রম দেখে। এজাতীয় রাতের দৃশ্যগুলো মনমুগ্ধকর হয়ে থাকে।

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

চাদঁনী রাতে পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে আপু। একদম ফুটিয়ে তুলেছেন মুহূর্তটা। এমন আর্টগুলো একটু সময় নিয়ে করতে হয়। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন আপু 🦋

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

সময় পেলে আমিও পেইন্টিং করার জন্য বসে পড়ি আপনার মত। আর এরকম পেইন্টিং গুলো করতে তো আমি সব থেকে বেশি পছন্দ করি। চাঁদনী রাতের সিনারিও পেইন্টিং টা এতো বেশি সুন্দর হয়েছে, যা দেখে আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ পেইন্টিং করেছেন। আপনার কাজের প্রশংসা করা লাগে।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত পেয়ে খুবই ভালো লাগলো আপু। কাজের প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে গেলো।

 2 years ago 

চমৎকার আর্ট করেন আপনি। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আটটি সম্পূর্ণ করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জ্বী আপু,, এই আর্ট গুলো করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জল রং দিয়ে আঁকা যে কোন পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগে। আমি মাঝে মাঝে রং দিয়ে বিভিন্ন দৃশ্য এঁকে থাকি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে জল রং দিয়ে রাতের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। আপনার পেইন্টিং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন চমৎকার ভাবে মিলিয়েছেন। এত চমৎকার পেইন্টিং আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার করা পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আশা করি, এভাবে সাপোর্ট করবেন প্রতিনিয়ত।

 2 years ago 

চাঁদনী রাতের সৌন্দর্য আজ আপনার এই আর্টের মাঝে ফুটে উঠেছে ৷ ভীষণ ভালো পেইন্টিং করেছেন ৷ কালার আর ছবি অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো মাঝরাতে এমন একটি পেইন্টিং দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পেইন্টিং সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

গুছিয়ে সাবলীল ভাষায় এরো সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু সত্যি বলতে আপনার পোস্ট গুলো যত দেখি ততই বেশি মুগ্ধ হয়ে যাই। চাঁদনী রাতের সিনারিও – পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গাছ এবং গাছের পাতা ঝরে পরে যাচ্ছে বাহ্ দারুন আপু। আপনার কাজের প্রশংসা করতে হয়।

 2 years ago (edited)

চাঁদনী রাতের সিনারিও – পেইন্টিং আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

আপু আপনার পোস্ট যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। কি দারুন দারুন পোস্ট করেন আপনি। প্রতিটি পোস্টে কিন্তু আপন ভিন্ন তা আনার চেষ্টা করে যাচেছন। আজকের পেইন্টিং টি কিন্তু ছিল অসাধারন। সব মিলিয়ে আপনার আজকের পেইন্টিং দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আপু।