আলপনাঃ একটি রঙ্গিন আলপনা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ ১০ জৈষ্ঠ্য, ১৪৩০ বঙ্গাব্দ,২৪ মে,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, চেষ্টা করি,প্রতিদিন নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির থাকতে। তারই অংশ হিসেবে প্রতিদিনের মত আজও হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আর তা হচ্ছে আলপনা অংকন। বন্ধুরা, আলপনা আমাদের সংস্কৃতির অংশ। গ্রাম বাংলার দীর্ঘদিনের রেওয়াজ। বিয়ে,গায়ে হলুদ সহ যে কোন উৎসবে আলপনা অংকন ছাড়া যেন অসমাপ্ত মনে হয়।তাছাড়া জাতীয় দিবস গুলোতে রাজপথে আলপনা অংকন সৌন্দর্য্য বর্ধণের প্রতিক হয়ে দাড়িয়েছে। আলপনা এক বা একাধিক কালারের হতে পারে। আমার আজকের আলপনাটি একাধিক কালারের একটি রঙ্গিন আলপনা। বন্ধুরা,আমি আজকের আলপনাটি বিভিন্ন রং এর সাইনপেন ব্যবহার করে ফুটিয়ে তোলার চেস্টা করেছি।তাহলে চলুন দেখে নেয়া যাক,আমার অংকিত আলপনার বিভিন্ন ধাপ সমুহ। আশাকরি, ভালো লাগবে আপনাদের।

al 18.jpg

উপকরণ

al 1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। পেন্সিল কম্পাস
৬।স্কেল

আলপনা আকার ধাপ সমুহ

ধাপ-১

al 2.jpg

প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-২

al3.jpg

সাদা কাগজের মাঝ বরাবর বিভিন্ন সাইজের কিছু বৃত্ত একে নিতে হবে। এই বৃত্তের মধ্যেই আলপনা আকা হবে। যেন ডিজাইনটি সুন্দর হয় দেখতে।

ধাপ-৩

al4.jpg

এরপর বৃত্তের মধ্যে কিছু ডিজাইন একে নিতে হবে ফুলের পাপড়ির মতো করে।

ধাপ-৪

al 5.jpg

al 7.jpg

এই ধাপে এসে বৃত্তের মধ্যে ধাপে ধাপে কিছু ডিজাইন একে আলপনার ডিজাইনটি শেষ করতে হবে।

ধাপ-৫

al 8.jpg

al 12.jpg

al 13.jpg

al 14.jpg

al 15.jpg

al 16.jpg

বৃত্তের মধ্যে ডিজাইন আকা শেষ হলে বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে পছন্দ অনুযায়ী রং করে নিতে হবে। এভাবে সম্পুর্ণ ডিজাইনটি রং করে নিতে হবে। রং করা শেষ হলে রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নিলেই আলপনা আকা শেষ হয়ে যাবে।

শেষ ধাপ

al 17.jpg

এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।

উপস্থাপনা

al a.jpg

আশাকরি আমার আকা আজকের বৃত্তের মধ্যে রঙ্গিন আলপনাটি আপনাদের ভাল লেগেছে। অনেকদিন পর আলপনা অংকনের পোস্ট শেয়ার করলাম,প্রিয় আমার বাংলা ব্লগে। আশাকরি, আপনাদের ভাল লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমার আলপনা অংকন ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীআলপনা
তারিখ২৪ মে,২০২৩
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 2 years ago 

আগেকার মানুষ উঠানে বা ঘরের মেঝেতে আলপনা করতো। এখন খুব একটা দেখা যায় না। তবে এখন বিয়ের অনুষ্ঠানে টুকটাক আলপনা তাও দেখা যায়। আপনি খুব সুন্দর করে রঙিন কলম দিয়ে আলপনা তৈরি করেছেন। আপনার আলপনাটি দেখতে সুন্দর লাগছে। কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

 2 years ago 

জি ভাইয়া আগে প্রায় অনুষ্ঠানে এ ধরনের আলপনা আকা হত। এখন জাতীয় অনুষ্ঠানে আকা হয়। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি রঙ্গিন আলপনা অংকন অসাধারণ হয়েছে, এতো সুন্দর অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা রঙিন আলপনা অংকন করেছেন আপনি খাতার মধ্যে। এভাবে আলপনা অঙ্কন করলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। খাতার মধ্যে অংকন করেছেন দেখে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। ঘরের মেঝেতে এবং ঘরের সামনে আগে মানুষ এই আলপনা অঙ্কন করতো। খুবই সুন্দর লাগতো এই আলপনা দেখতে। আপনি খাতার মধ্যে অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। খুবই নিখুঁত কাজ ছিল এটি। জাস্ট অসাধারণভাবে অঙ্কন করলেন নিজের দক্ষতার সাথে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি খাতার মধ্যে আলপনা অঙ্কন করে ফেলেছেন। খাতার মধ্যে যে কোন রকমের কিছু অঙ্কন করলে খুবই সুন্দর ভাবে ফুটে উঠে যা আমার কাছে দেখতে অন্যরকম ভালো লাগে। আলপনাটা আপনি অনেক ধৈর্য সহকারে এবং খুবই নিখুঁতভাবে অঙ্কন করেছেন। ধৈর্য ধরে যে কোন কাজ করলে খুবই সুন্দর লাগে শেষে তা দেখতে। এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতেই হয়।

 2 years ago 

এধরনের কাজ করতে বেশ ধৈর্য্যের প্রয়োজন। অনেক ধন্যবাদ ভাইয়া।