তুলির আঁচড়ে একটি $Puss আর্ট।

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৪শে ভাদ্র, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। আজ আমি জল রং দিয়ে তুলির আঁচড়ে একটি $Puss আর্ট শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

pu5.jfif

বন্ধুরা, তীব্র গরম চলছে। আবহাওয়াবিদদের মতে আরো ১/২দিন অব্যাহত থাকবে এই গরম। এই গরমে সবাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে পরিবারের বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর দিন।বন্ধুরা,আজ যথারীতি একটি আর্ট পোস্টের ব্লগিংয়ে নিয়ে হাজির হয়েছি যা পূর্বেই উল্লেখ করেছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমাদের নিজেদের কয়েন $Puss নিয়ে সরগরম। ইন্টভেস্টরদের মধ্যে আলোচনা নতুন এই কয়েন নিয়ে। তারেই অংশ হিসেবে আমার আজকের উপস্থাপন তুলির আঁচড়ে একটি $Puss আর্ট । নিত্য নতুন আর্ট করতে আমি বেশ পছন্দ করি ।তাই আজ আমাদের সবার ভালোবাসা $puss এর এই আর্টটি করলাম। আমি চেস্টা করেছি তুলির আঁচড়ে একটি $Puss আর্ট সুন্দর করে আঁকার ।কতটুকু পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন। $Puss এর কিছু লোগো থেকে এই লোগোটি আমি আপনাদের সাথে তুলির আঁচড়ে শেয়ার করলাম।আশাকরি আপনাদেরো পছন্দ হবে। আর্টটি করতে আমি ব্যবহার করেছি পোস্টার রং ও তুলি সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক তুলির আঁচড়ে একটি $Puss আর্ট এর বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

pu15.jfif

১।সাদা কাগজ
২। বিভিন্ন রং এর পোস্টার রং
৩।তুলি
৪।পেন্সিল

$puss এর আর্টের ধাপ সমুহ

ধাপ-১

pu14.jfif

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-২

pu13.jfif

$puss লোগোর মাথা এঁকে নিয়েছি গোল করে।

ধাপ-৩

pu12.jfif

এরপর কান এঁকে নিয়েছি।

ধাপ-৪

pu11.jfif

pu10.jfif

pu9.jfif

একে একে সম্পূর্ণভাবে $puss লোগো পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৫

pu8.jfif

এবার $pussলোগোর মুখের কিছু অংশ ও জামা রং করে নিয়েছি।

ধাপ-৬

pu7.jfif

pu6.jfif

pu16.jfif

একইভাবে সম্পূর্ণ লোগোটি রং করে নিয়েছি। সাথে আরও কিছু কাজ করে নিয়েছি সুন্দর দেখার জন্য।

ধাপ-৭

pu17.jfif

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

pu1.jfif

pu2.jfif

pu3.jfif

আশাকরি আজ আমার তুলির আঁচড়ে একটি $Puss আর্ট আপনাদের ভালো লেগেছে।আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ,নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৮ই সেপ্টেম্বর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 10 months ago 

তুলির আঁচড়ে $Puss আর্ট অসাধারণ হয়েছে, আপনি খুবই দক্ষতার সাথে আমাদের প্রিয় এই পুসের চিত্র অঙ্কন করেছেন। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

$Puss আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনি চমৎকার একটি আর্ট করেছেন। মুখের দিকের অংশ দেখতে খুবই সুন্দর হয়েছে। নিখুঁত একটি আর্ট ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

আমি চেস্টা করেছি আমার সাধ্য মতো আঁকতে। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারেন দেখছি। এরকম আর্ট গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর আর্টটি করতে পারছেন। আপনার আজকের করা এই আর্টটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো আর্ট টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।

 10 months ago 

আমার বাংলা ব্লগে যুক্ত হয়ে অনেক কিছুই শিখছি নতুন করে। আর চর্চার ফলে দিন দিন উন্নত করার চেস্টা করছি। মন্তব্যের জন্য ধন্যবাড ভাইয়া।

 10 months ago 

বাহ, দারুন আর্ট করেছেন আপু ‌PUSS দেখতে সত্যি অনেক কিউট হয়েছে। পোস্টার রং ব্যবহার করে চমৎকার আর্ট করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

বাহ আপু আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে তুলির আঁচড়ে একটি $Puss আর্ট করেছেন। আপনার‌ আর্ট করা পুসের দৃশ্য টি হুবহু পুস কয়েন লোগোর সাথে মিলে গিয়েছে।আর বেশ কয়েকটি কালারের রং ব্যবহার করার জন্য অনেক বেশি সুন্দর লাগছে।

 10 months ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

রং তুলির আচরে এক জিবন্ত পুশের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন আপু।খুবই চমৎকার হয়েছে আপনার অংকিত পুশ টা।প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 10 months ago 

আমার আকাঁ পুশের ছবিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

ঠিকই বলেছেন আপু হঠাৎ করে গরমের প্রভাব টা আবার বেড়েছে। আশাকরি এটা কমে যাবে। Puss এর আর্ট টা চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। আর্ট টা চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ
আপনাকে।।

 10 months ago 

নিম্নচাপের ফলে এ রকম গরম পড়েছে। যাইহোক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

রং তুলির সাহায্যে খুব চমৎকার একটি puss কয়েনের চিত্র এঁকেছেন আপু। আপনার আঁকা চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে চিত্রটি ফুটিয়ে তুলেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপু আপনি যে এত সুন্দর আর্ট করতে পারেন জানা ছিল না। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি তো যেন $puss এর উপর থেকে চোখ ফেরাতেই পারছি না। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। বিশেষ করে $puss এর কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমি চেস্টা করে যাচ্ছি সুন্দর করে যে কোন কিছু আঁকার । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।