আর্ট পোস্ট - 💦 " তরমুজের জুস ও গ্লাস আর্ট "

in আমার বাংলা ব্লগ8 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

তরমুজের জুস ও গ্লাস আর্টঃ


photocollage_20257610273475.jpg

photocollage_202576103540487.jpg

photocollage_20257610350567.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি আর্ট পোস্ট। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু আর্ট শেয়ার করতে।সময় সুযোগখুব একটা পাওয়া যায় না আর্ট করার জন্য। তবে যখন সময় পাই আর্ট করার চেষ্টা করি।আজকের এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল আসুন আগে দেখে নেই--

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.ওয়াটার কালার পেন
৩.স্কেল

20250706_093903.jpg

ধাপ-১


20250706_094308.jpg

প্রথমে একটি গ্লাস এঁকে নিলাম।

ধাপ-২


20250706_094533.jpg

এরপর আমি গ্লাসের মধ্যে চোখ এঁকে নিলাম।

ধাপ-৩


20250706_094711.jpg

20250706_094838.jpg

চোখ এঁকে নেয়ার পর তরমুজের একটি টুকরো এঁকে নিলাম।

ধাপ-৪


20250706_095038.jpg

এরপর আমি বরফের টুকরো,ও স্ট্র এঁকে নিলাম।

ধাপ- ৫


20250706_100935.jpg

এবার আমি তরমুজ,বরফের টুকরো ও স্ট্রর রঙ করে নিলাম।

ধাপ-৬


20250706_101702.jpg

20250706_102002.jpg

এ পর্যায়ে এসে আমার আর্ট করা শেষ হলো।

উপস্থাপনা


photocollage_202576103540487.jpg

photocollage_20257610350567.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250613_170908.jpg

Sort:  
 8 days ago 

তরমুজের জুস ও গ্লাস দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আপনার আর্টের দক্ষতা দেখে অনেক ভালো লাগলো। একদম ভিন্ন ধরনের একটি আর্ট আপনি উপস্থাপন করেছেন।

 8 days ago 

অনেক সুন্দর করে আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।

 7 days ago 

আজকের এই আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।এই ধরনের আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক নিখুঁতভাবে আপনি এই আর্ট সম্পূর্ণ করেছেন। অনেক ধন্যবাদ এটা ভাগ করে নেওয়ার জন্য।

 7 days ago 

চমৎকার আর্ট করেছেন। এ ধরনের ভিন্ন ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে ভালই লাগে। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে ভালো লাগলো।এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 6 days ago 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা আজকের এই আর্ট৷ যেভাবে আপনি আজকের এই আর্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই আর্ট শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে যখন আপনি এত সুন্দর একটি তরমুজের জুস সহ এত সুস্বাদু একটি শরবতের রেসিপি আর্ট হিসেবে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷

 6 days ago 

তরমুজের গ্লাসে খুব সুন্দর একটি আর্ট করলে আপনি। তরমুজের জুসের গ্লাস দেখে ভীষণ ভালো লাগলো। কারন হাসিমুখি জুস খেতেও মনের মজা হবে। আপনি কিন্তু সব সময় সুন্দর আর্ট করেন। এভাবে আর্ট করা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।