আর্ট পোস্ট - 💦 " কালো কলম দিয়ে সহজ ফুলের আর্ট “

in আমার বাংলা ব্লগ3 hours ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

কালো কলম দিয়ে সহজ ফুলের আর্টঃ


IMG_1226.jpeg

IMG_1230.jpeg

IMG_1227.jpeg

IMG_1228.jpeg

বন্ধুরা,আজ আবার হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করে নেব একটি আর্ট পোস্ট।আর্ট কোর্টে আমি সব সময় ভীষণ পছন্দ করি।কখনও রংতুলি দিয়ে আর্ট করি ,কখনও বা কালো কলম দিয়ে আর্ট করি।সময় সুযোগ হলেই যেকোন ধরনের আর্ট আমি করতে পছন্দ করি।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কালো কলম দিয়ে সহজ ফুলের আর্ট নিয়ে।আর্টটি সহজ ও সুন্দর ।আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই সহজ আর্টটি ভালো লাগবে।আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক বেশী অনুপ্রাণিত হই।আসুন বন্ধুরা আজকের আর্টের বিবরণ দেখে নেই-

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.কলম

IMG_1216.jpeg

ধাপ-১


IMG_1217.jpeg

IMG_1218.jpeg

প্রথমে আমি এক এক করে তিনটি ফুল এঁকে নিলাম।

ধাপ-২


IMG_1219.jpeg

IMG_1220.jpeg

ফুল এঁকে নিয়ে আমি এক এক করে ডাল ও পাতা এঁকে নিলাম।

ধাপ-৩


IMG_1221.jpeg

এরপর আমি নিচে আরো একটি বড় ফুল এঁকে নিলাম।

ধাপ- ৪


IMG_1225.jpeg

এরপর আমি বড় ফুলটির দুই পাশে আরো কিছু ডাল ও পাতা এঁকে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার সহজ সুন্দর ফুলের আর্টটি করা শেষ হয়ে গেলো।কেমন লাগলো বন্ধুরা ? আশাকরি ভালো লেগেছে আজকের আর্টটি।

উপস্থাপনা


IMG_1226.jpeg

IMG_1229.jpeg

IMG_1230.jpeg

IMG_1227.jpeg

ডিভাইস -আই প্যাড

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_1215.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations @shimulakter, your post was upvoted by @supportive.