আমার আঁকার যাত্রা: ছোটবেলা থেকে আজ পর্যন্ত পর্ব ১
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
ফটো ১
এই ছবিটি আমি অষ্টম শ্রেণিতে আঁকতে শুরু করি। তখনই আমার ছবির প্রতি আনুষ্ঠানিক চিন্তাভাবনা শুরু হয়েছিল।তখন খুব একটা পারতাম না তবে আমার একজন আপু ছিল সে আমাকে ছোটবেলা থেকে হাতে করে শিখিয়ে দিয়েছিল। সাথে আমার ছিল অনেক চেষ্টা। গ্রাম বাংলার এই চিত্রটি আমাদের মনে করিয়ে দেয় গ্রামীণ জীবনে মেয়েদের কতটা কষ্ট। জমি থেকে ধান কেটে সেই ধান রোদের শুকিয়ে ঢেঁকিতে ধান বানা যে কত কষ্টের এটা সেই চিত্র তুলে ধরে।
ফটো ২
ছোটবেলায় আমি এনিমে কার্টুন দেখতে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকে একদিন হুট করে আঁকতে বসলাম আর আঁকলাম।
ফটো ৩
স্কুলে ক্লাসের ফাঁকে বসে দুষ্টামির ছলে আঁকা ছবি। এগুলোই আমার ছোটবেলার মধুর স্মৃতি।তবে হুট করে আকালেও ছবিটা ছিল অনেক মিষ্টি। আমার সহপাঠীরা অনেক প্রশংসা করেছিল।
ফটো ৪
এই ছবিটা কিছুটা আধুনিক কালের ছবি। যুগের সাথে তাল মিলিয়ে আমিও কিছু অ্যাস্থেটিক ছবি আঁকিয়েছিলাম।
ফটো ৫
চতুর্থ ছবিতে ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করছে। এটি আমার ছোটবেলার মধুর স্মৃতি এবং সেই সময়ের আঁকা।ছোটবেলা আমিও ঠিক এভাবেই স্কুল থেকে ফিরে বাসায় এসে এরকম খেলাধুলা করতাম এখনকার বাচ্চারা তো এভাবে আর খেলার সুযোগই পায় না।
ফটো ৬
এরপর আমার ক্যালিগ্রাফির প্রতি আগ্রহ শুরু হয়। উচ্চ মাধ্যমিক পড়ার সময়, আমি একটি ফ্রেমে অনেকগুলো আধুনিক ছবি আঁকেছিলাম। এটি আমার শিল্পের এক নতুন অধ্যায়।এভাবেই আমার আঁকার যাত্রা চলেছে। ছোটবেলার সেই রং তুলির খাতা থেকে শুরু করে আধুনিক ক্যালিগ্রাফি ও ছবি আঁকার দিকে সবকিছুই আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1969462833676190128
https://x.com/JannatulF57996/status/1969463624608727414
https://x.com/JannatulF57996/status/1969464077819977850
আপু আপনার আর্ট গুলো খুবই চমৎকার। আপনার আর্টের দক্ষতা সত্যিই দারুণ। অনেক ভালোভাবেই আপনি আর্ট করতে পারেন এটা বুঝতেই পারছি আপু।