একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটি মেহেদি ডিজাইনে আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম।বাংলাদেশে থাকতে লাস্ট একটি মেহেদি ডিজাইনার আর্ট দিয়েছিলাম যা এখান থেকে এঁকে নিয়ে গিয়েছিলাম।প্রায় দুই মাস পর আবার আর্ট করতে বসে গিয়েছিলাম।একসাথে দুই তিনটি আর্ট করে ফেলেছি, কারণ সময় করে বার বার বসা হয় না।যাইহোক আজকে তার মধ্যে থেকে একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের আর্টটি অনেক সুন্দর, হাতে পড়লে খুবই সুন্দর লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত ভরাট করে নিয়েছি।
এরপর বৃত্তটিকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।এরপর ওই বৃত্তটির মাঝে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর বৃত্তটির চারিপাশে কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির নিচে এভাবে এঁকে নিয়েছি।
এরপর ভিতরে ও বাইরে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটি উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে আরো কয়েকটি ধাপ এঁকে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

স্বাভাবিক ধাঁচের মধ্যে দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট তৈরি করেছেন আপু। ডিজাইনের প্রত্যেকটা ধাপ এবং বর্ণনা খুবই সাবলীল হয়েছে। মনে হচ্ছে ডিজাইনটি হাতে করলে দারুন দেখাবে। এরকম সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
0.00 SBD,
0.37 STEEM,
0.37 SP
একসাথে দুই তিনটি আর্ট করতে পারলে খুবই ভালো হয়। কারণ বারবার সময় বের করাটা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। যাইহোক মেহেদি ডিজাইনের আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। সবসময় এতো সুন্দর সুন্দর মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.36 STEEM,
0.36 SP
একসাথে দুই তিনটি আর্ট করলে সত্যিই অনেক সুবিধা হয়। বারবার সময় করে সব কিছু নিয়ে বসা সত্যিই মুশকিল। মেহেদি ডিজাইনের আর্ট অনেক সুন্দর হয়েছে আপু।
0.00 SBD,
0.35 STEEM,
0.35 SP
This is such a beautiful piece! Henna design is more than decoration—it’s an expression of culture, patience, and creativity. I love the way each stroke flows into the next, creating patterns that feel alive. Truly, henna is an art that speaks without words and leaves a lasting impression.