একটি ফুলের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ফুলের আর্ট নিয়ে।ইংল্যান্ডে থাকতে এই আর্টটি করেছিলাম।যেহেতু কোথাও বেড়াতে গেলে সেভাবে আর্ট করা সম্ভব হয়না। পরিবেশ পরিস্থিতি আর্টের অনুকুলে থাকেনা।তাই আগে থেকেই প্ল্যান করে বেশ কয়েকটি আর্ট করে নিয়ে এসেছিলাম। যাইহোক সহজ, সুন্দর, সিম্পল একটি আর্ট।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই একটি বৃত্ত এঁকে নিয়েছি। এরপর এর মাঝে এভাবে দাগ টেনে বক্স আকারে এঁকে নিয়েছি।
এরপর বৃত্তটিকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে এর চারিপাশে কতগুলো পাতা এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির নিচের দিকে এভাবে কিছু ডালপালা সহ পাতা এবং আরও একটু ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে আরো একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে ডালপালা সহ আরো কিছু পাতা এঁকে নিয়েছি।
এরপর ডালের উপরে এভাবে আরো কিছু ডিজাইন করে আমার অঙ্কন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি ফুলের আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Wow, @tangera, what a beautiful and delicate flower art! I'm so impressed with your step-by-step guide; it makes the process seem so approachable, even for someone like me who isn't particularly artistic. The simple elegance of your design, created with just a pencil and paper, is truly inspiring.
It's fascinating to hear that you created this while in England. Art is a wonderful way to capture memories and experiences. Thank you for sharing your talent and process with us. I'm sure many Steemians will be inspired to pick up a pencil and try their hand at this lovely art form. What kind of art are you planning to do next?
ইংল্যান্ডে থাকা অবস্থায় অনেক গুলো আর্ট করেছেন,জেনে খুব ভালো লাগলো আপু। আর সেজন্য আমরা এখন আর্ট গুলো দেখতে পাচ্ছি। যাইহোক ফুলের আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।