এসো নিজে করি একটি কচ্ছপের ম্যান্ডেলার আর্ট(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সামনে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করব। সেটি হচ্ছে একটি কচ্ছপের ম্যান্ডেলার আর্ট।সেদিন আমার বাচ্চা কার্টুন দেখছিল। সেখানে একটি কচ্ছপ দেখে হঠাৎ মনে হল যে কচ্ছপের ম্যান্ডেলার আর্ট করলে তো ভালই দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে আঁকতে বসে গেলাম কচ্ছপের ম্যান্ডেলা আর্ট।আর্ট করার পর এত কিউট লাগছিল যে কি আর বলব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ:
★একটি সাদা খাতা
★একটি কালো কলম
প্রথমে পেন্সিল দিয়ে কচ্ছপের পিঠের অংশ এঁকে নিয়েছি। তারপর কচ্ছপের বাকি অংশ এঁকেছি।
![]() | ![]() |
---|
তারপর সম্পূর্ণ কচ্ছপটিকে কলম দিয়ে গাঢ় করে নিয়েছি এবং নিচের অংশটি কলম দিয়ে ডট ডট ডিজাইন করেছি।
তারপর আমি আমার খাতাটি ঘুরিয়ে নিয়েছি। প্রথমে কম্পাস দিয়ে কিছু অর্ধবৃত্ত এঁকেছি পরে স্কেল দিয়ে হাফ সেন্টিমিটার করে লম্বা দাগ দিয়ে দিয়েছি। এখন উপরের অংশকে পাতার মতো এঁকে বাইরের অংশ কালো করে দিয়েছি।
![]() | ![]() |
---|
এখন বাকি অংশ বিভিন্ন পাতাফুল,লম্বা দাগ দিয়ে ডিজাইন গুলো আস্তে আস্তে করে শেষ করেছি।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
সবশেষে আমি আমার নামের সাইন করে কচ্ছপের ম্যান্ডেলার আর্টটি সম্পন্ন করেছি।
এভাবেই আঁকা হয়ে গেল আমার আজকের কচ্ছপের ম্যান্ডেলার আর্ট। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ
@tania
Photography | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
অনেক সুন্দর করে কচ্ছপের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন বিশেষ করে উপরের অংশটুকু দেখতে বেশি সুন্দর লাগছে। পেন্সিল দিয়ে নিজের অভিজ্ঞতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া উপরের অংশটুকু এর কারণেই দেখতে এত চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনাকেও স্বাগতম আপু মনি 🥰
কচ্ছপের সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে ম্যান্ডেলার চিত্র অঙ্কন করতে অনেক সময় লাগে, তারপরেও আপনি খুবই ধৈর্য ধরে এই চিত্রটি অঙ্কন করলেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করলেন। শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগে। যত বেশি সময় নিয়ে করা যায় তত বেশি সুন্দর হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ওয়াও আপু দারুন একটি ম্যান্ডেলার আর্ট করেছেন
কচ্ছপের পিঠের উপরে ম্যান্ডেলার আর্ট এর কাজ নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। যেটা করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় ।আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য । শুভকামনা রইল আপনার জন্য।
আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। কচ্ছপের সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যিই চিত্র অংকন উপস্থাপন এবং ধাপে ধাপে শেয়ার করা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।
আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
কচ্ছপ এর আর্ট টি অনেক সুন্দর হয়েছে। এর পিঠ এর ওপর ম্যান্ডেলা আর্ট করার কারণে এটিকে আরো বেশি আকর্ষনীয় লাগছে। আর আপনি দক্ষতার সাথে এই কাজটি করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য আপু।
ঠিক বলেছেন আপু এর পিঠে ম্যান্ডেলার আর্ট করার কারণ এটি দেখতে আরো বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
ওয়াও।কচ্ছপ আঁকাটা এতো কিউট লাগছে। মনে হচ্ছে ছোট্ট একটা টয় কচ্ছপ। আমাদের পুকুরে কচ্ছপ ছিলো অনেকদিন। সেগুলো সহজে বড় হয় না। এরা অনেক বছর বেঁচে থাকে। আপনার ম্যান্ডেলা কচ্ছপ আঁকাটা অনেক সুন্দর হয়েছে আপু।
আপনাদের পুকুরে কচ্ছপ আছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
কচ্ছপের সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন করা দেখে খুব ভালো লেগেছে আপুর হাতে যাদু আছে কি সুন্দর পুরো বাস্তব এর মত ধন্যবাদ আপু এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ভাল থাকবেন আশা করি।
কচ্ছপের ম্যান্ডেলার আর্ট করছেন দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।
ম্যান্ডেলা আর্ট কি জিনিস আমি সেটাই ভালো ভাবে জানি না। সবাই কি সব হিবিজিবি নকশা করে রাখে যার নাম দিয়েছে ম্যান্ডেলা আর্ট। আমি কখনোই এ পোষ্ট গুলোতে তেমন আগ্রহ খুঁজে পাইনা। তবে কচ্ছপের পিঠে ম্যান্ডেলা আর্ট আমার বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপু
এই হিজিবিজি আর্টগুলো করতে অনেক সময় লাগে ভাইয়া। যাই হোক আমার ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।