আর্ট ঃজোড়া লেবুর পেইন্টিং।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি জল রং এ করা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। বেশ অনেকদিন পর জল রং দিয়ে আর্ট করলাম। জল রং দিয়ে আর্ট করতে বেশ সময় লাগে। কারন একটি রং শুকানোর আগেই আরেকটি রং এর কাজ করতে হয়। তাই বুঝতে হয় কখন রঙগুলো ব্যবহার করতে হবে। আজ আমি জল রং ব্যবহার করে জোড়া লেবু এঁকেছি। আর্টটি শেষ করার পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জল রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।বিভিন্ন সাইজের তুলি
৩।পেন্সিল
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই দু'টো লেবু এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।
ধাপ-২
লেবু দু'টোকে হলুদ রং করে নিয়েছি।
ধাপ-৩
আবার কিছুটা ডিপ হলুদ রং করে নিয়েছি হলুদ রং এর আশেপাশে।
ধাপ-৪
দু' শেডের সবুজ রং দিয়ে পাতা এঁকে নিয়েছি। এবং নিচের দিকে হালকা খয়েরি রং করে নিয়েছি।
ধাপ-৫
পাতা ও লেবুতে কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের জোড়া লেবুর আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1957473001429205069
Upvoted! Thank you for supporting witness @jswit.
জোড়া লেবুর খুব সুন্দর পেইন্টিং করেছেন। লেবুগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম সিম্পল আর্ট গুলো দেখতে ভালই লাগে। ভালো লাগলো আপনার এ আর্ট দেখে ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
Link
https://x.com/selina_akh/status/1957476878698115447
https://x.com/selina_akh/status/1957474032775000236
https://x.com/selina_akh/status/1957475097478119550
https://x.com/selina_akh/status/1957476101925789703
রং তুলিতে জোড়া লেবু দেখতে বেশ অসাধারণ হয়েছে। আপনার প্রত্যেকটি পোস্ট আমার কাছে ভালো লাগে। আপনি খুব যত্ন সহকারে পোস্টগুলো করে থাকেন। আজকের পেইন্টিং টি বেশ ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার পোস্টগুলো যে আপনার ভাল লাগে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনার জোড়া লেবুর পেইন্টিং দেখে তো আমি হা করে তাকিয়ে রইলাম। কারণ আপনি অনেক সুন্দর করে জোড়া লেবুর চমৎকার পেইন্টিং করেছেন। মনে হচ্ছে গাছের পাকা লেবুর ফটোগ্রাফি করেছেন । ধন্যবাদ চমৎকার পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ সময় নিয়ে এঁকেছি এই আর্টটি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
একেবারে অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করেছেন আপনি। যেভাবে আপনি এখানে জোড়া লেবুর পেইন্টিং শেয়ার করেছেন তা দেখে মনে হচ্ছে যেন গাছের মধ্যে জোড়ালেবু দেখতে পাচ্ছি৷ একই সাথে এখানে আপনি যেভাবে এত সুন্দর ভাবে ডিজাইনগুলো দিয়েছেন এবং রং এর সংমিশ্রণ দিয়েছেন তা দেখে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷
আমি চেস্টা করেছি যাতে পেইন্টিংটি দেখতে সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।