নীলফামারী ভ্রমন
এইতো গত শনিবারে আমি ঢাকা থেকে নীলফামারীতে ভ্রমণ করেছিলাম। এই ভ্রমণের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। কারণ ঈদের সময় যখন আমরা বাসায় আসি তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে। আলাদা অনুভূতি কাজ করে। নিজের পরিবারের সবার সাথে দেখা হবে একসাথে সবাই মিলে রোজা রাখব সেহেরী করব ইফতার করব এবং সময় গুলো আমরা সকল পরিবার একসাথে কাটাবো। এর মধ্যে যে প্রকৃত সুখ রয়েছে সেটা পৃথিবীর কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় তাইতো এবারের নীলফামারী ভ্রমণ আমার জন্য অনেকটা ভালোলাগার।
রাত দশটার সময় আমার বাসের টিকিট ছিল। এবার বাসায় আসার সময় আমার ঢাকার পিসিটা ও সাথে করে আমি নীলফামারীতে নিয়ে এসেছি। যার কারণে আমার আসতেও একটু অসুবিধা হয়েছে। কারণ সেই পিসির বক্সটা কোনোভাবেই আমি অন্য জায়গায় রাখতে পারি না। যেহেতু আমার সাথেই রেখেছি তাই সেখান থেকে আসতে একটু সমস্যা হয়েছে। তবে সব মিলিয়ে আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে। এছাড়াও বাসের মধ্যে সচরাচর কখনো আমরা বাসে সেহেরি করি না। এই অনুভূতিটাও আমি সেদিন পেয়েছিলাম। যেহেতু আমাদের বাসার ঠিক তিনটার সময় একটি ফুড ভিলেজে দাঁড়িয়ে ছিল এবং সেখানেই আমি সেহেরি করে নিয়েছিলাম।
তবে আসার সময় আমি খানিকটা সময়ের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। যদিও শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল। তবে বাসের মধ্যে সচরাচর আমি খুব বেশি একটা ঘুমানোর চেষ্টা করি না। কারণ বর্তমানে আমাদের দেশের অবস্থা ভালো নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ডাকাতি এবং ছিনতাই এর মত ঘটনা ঘটছে। তাই অনেকটা ভয়-ভীতির মধ্যেও ছিলাম। কিন্তু আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোভাবেই বাসায় আসতে পেরেছি এবং পরিবারের সাথে বর্তমানে সময় কাটাচ্ছি ধন্যবাদ।