আমিতো সবার বেলায় থাকলাম, আমার বেলায় কে থাকলো।


Source

এমন কিছু বিষয়ে মাঝেমধ্যেই সমাজে প্রচলন হয়ে ওঠে, আপনি যদি একে অপরের বিপদে পাশে থাকেন তাহলে হয়তো আপনার বিপদেও মানুষের পাশে থাকবে। কিন্তু কেন জানি এই বিষয়টা আমার সাথে ঘটে না। আমি সব সময় চেষ্টা করি যদি কোন মানুষ বিপদে থাকে তাহলে সেই বিপদ থেকে যেন আমি উদ্ধার করতে পারি, কিন্তু যখন আমি বিপদে পড়ি তখন সেই বিষয়গুলো আর খুঁজে পাওয়া যায় না।

সাহায্য সহযোগিতা করা আমাদের মানবিকতার মধ্যে পড়ে। আমরা মানুষ, আমরা একে অপরের প্রতি সহনশীল হব সাহায্যশীল হব এটাই কিন্তু আমাদের দিনশেষে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু মাঝেমধ্যেই আমরা আমাদের দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করলেও অন্য মানুষেরা তাদের দায়িত্ব-কর্তব্য ঠিকভাবে পালন করে না। কারণ একটাই সবাই নিজের স্বার্থ নিয়ে পড়ে রয়েছে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছে।

জীবনে আর যাই করবেন না কেন নিজের বিপদের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবেই এই কাজগুলো করে থাকি। আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরের আনুষ্ঠানিকতার প্রতি যে সব খরচ রয়েছে সেই টাকাগুলো আমি আলাদাভাবে গুছিয়ে রেখেছি। যাতে করে সেই বিষয়গুলো নিয়েও কাউকে চিন্তাভাবনা করতে না হয়। নিজের জন্য সবকিছু রেখে যদি কিছু থাকে তাহলে অবশ্যই অন্যকে সাহায্য করা উচিত বলে আমি মনে করি বর্তমান সমাজ অনুযায়ী।

ABB.gif