সংসারে শান্তি বজায় রাখার উপায়


happy-marriage-hacks-8379183_1920.png

Source

বিয়ে করেছি চার মাস হল। এই চার মাসের মাথায় এই বিষয়ে পোস্ট লিখছি। আসলে সংসারের শান্তি হবে তখনই যখন সংসারের মধ্যে সব ধরনের বোঝাপড়া এবং একে অপরের মনের মিল থাকবে। এছাড়া কিন্তু আমাদের এই সংসারে কখনোই শান্তি বিরাজ করবে না। এই বিষয়গুলো যারা বিবাহিত রয়েছেন তারা অনেক ভালোভাবেই বোঝেন। আমরা জানি এই সমাজে টিকে থাকতে গেলে অনেক ধরনের কাজ করতে হয়। অনেক ধরনের টেনশন মাথার মধ্যে নিয়ে চলাফেরা করতে হয়।

এসব বিষয়গুলো বাসার অনেকেই জানে না। আবার সে সব বিষয়গুলো বাসার লোকদের বলেও তাদেরকে টেনশন দিতে আমরা চাই না। তাইতো বর্তমানে এই বিষয়টা ব্যাপক আকারে ধারণ করেছে। কোন কিছু কারণে যদি মন খারাপ হয়ে থাকে তাহলে বউ কিংবা বাসার লোক মনে করে আমি অন্য কোন বিষয় চিন্তা ভাবনা করছি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের জীবনে যা কিছুই চলছে না কেন সেই বিষয়ে আংশিক হলেও নিজের পরিবারকে জানানো উচিত। এতে করে আপনি অশান্তিতে আছেন কিংবা কোন টেনশনে আছেন তারা সেটা ভালোভাবেই বুঝতে পারবে।

পরিবারের মানুষ চাই আমরা যেন তার সাথে সব কথা শেয়ার করি। তাদেরকে যেন আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনায় রাখি। তাই জীবনে যাই করেন না কেন অবশ্যই নিজের পরিবারের সাথে যে কোন বিষয়ে পরামর্শ গ্রহণ করবেন। শুধুমাত্র পরামর্শ গ্রহণ করবেন না তাদের সিদ্ধান্ত কিংবা তারা যদি কোন বেটার সলিউশন দিতে পারে তবে অবশ্যই সেই সলিউশন অনুযায়ী কাজ করা উচিত বলে আমি মনে করি। তাদের ছোট ছোট কাজকে অ্যাপ্রিশিয়েট করা তাদেরকে ভালোবাসা এবং তাদের চাহিদাগুলো পূরণ করার মধ্যেই রয়েছে সংসারের শান্তি।

ABB.gif