কারো আক্ষেপ কখনোই পূরণ হয় না।


girl-6780781_1920.png

Source

জীবনে চলার পথে বিভিন্ন ধরনের বাধা থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে। সে সব সমস্যাগুলো অতিক্রম করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবার মাঝে মধ্যে কারো প্রতি অনেকটা আক্ষেপও থাকে। ঠিক যেমনটা ভালোবাসায় যদি ব্যর্থ হয় সেই আক্ষেপ কখনো ভোলার মত নয়। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এবং নিজেই সুখে রয়েছে। সেই মানুষটাকে কিভাবে করে আপনি ক্ষমা করে দিতে পারেন, এই বিষয়গুলো অনেকের মাঝেই ঘুরপাক খায়।

আপনি যখন দেখছেন আপনার প্রাক্তন সুখের সংসার করছে, অন্য মানুষের সাথে অনেক সুখে রয়েছে, দিব্যি ঘোরাঘুরি করছেন এবং তার সংসারে অসংখ্য সুখের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু আপনি অপরদিকে অনেক কষ্টে রয়েছেন। সেই প্রাক্তন কে ভুলে থাকতে পারছেন না। সেই প্রাক্তনের কথা বারবার মনে পড়ছে সেই বিষয়ে আপনি কারো কাছে কোন কিছু শেয়ার করতে পারছেন না। তখন তার মধ্যে থেকে একটি আলাদা ধরনের ঘৃণা এবং আক্ষেপ তৈরি হয়। যেটা আসলে সচরাচর আমরা খুব বেশি একটা দেখতে পাই না, কারণ বর্তমানে প্রকৃত ভালোবাসা খুব বেশি একটা দেখা যায় না।

এসব মানুষের আঁক্ষে কখনোই পূরণ হবার নয়। কারণ সে যেটা চায় সেটা কখনোই আর সম্ভব নয়। সে যেটা চেয়েছিল সেটার কোনদিনও পাবে না সেই বিষয়টা ভালোভাবেই জানে যত দিন যাইতে থাকবে। তার প্রাক্তনের প্রতি তার আলাদা এক ধরনের ঘৃণা এবং আক্ষেপ তৈরি হবে। যেটা কখনোই শেষ হবার নয় বরংচ সময়ের সাথে সাথে সেই আক্ষেপ এবং ঘৃণা বাড়তেই থাকবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif