অবলীলায় মিথ্যে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু মানুষকে দেখলে আমি বেশ অবাক হই। তার মধ্যে যারা একেবারে অন্যতম অর্থাৎ যাদের কথা একেবারে না বললেই নয়। সেটা হলো কিছু কিছু এমন মানুষ রয়েছে। যারা এতো অবলীলায় মিথ্যে কথা বলতে পারে যে, আপনি তাদেরকে দেখলে নিজেই অবাক হয়ে যাবেন যে মানুষ এভাবেও মিথ্যা কথা বলতে পারে! আসলে এই ব্যাপারটি বলার কারণ হলো, আমার চারপাশেও আমি এমন অনেক মানুষ দেখেছি। যারা এতো সুন্দর ভাবে এতো গুছিয়ে মিথ্যা কথা বলে। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। অর্থাৎ তারা এমনভাবে মিথ্যা কথা কে বানিয়ে বলে যে, আপনি বুঝতেই পারবেন না কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে।
অর্থাৎ তারা খুব অবলীলায় মিথ্যা কথা বলতে পারে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো। যারা এভাবে অবলীলায় মিথ্যা কথা বলতে পারে। তারা আসলে সকলের কাছে অনেক প্রিয় হয় এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার। সেটা হলো যারা এভাবে অবলীলায় মিথ্যা কথা বলে, তাদের জন্য অনেকের অনেক রকমের ক্ষতি হয়। এমনকি অনেকের সংসার পর্যন্ত ভেঙ্গে যায়। কারণ আমাদের সংসারে এমন অনেক মানুষ দেখবেন। যারা সবসময় ঝামেলা তৈরি করার চেষ্টা করে।
শুধু তাই নয়, অর্থাৎ তারা এমন ভাবে একটা সংসারে গিয়ে মিথ্যা কথা বলে যে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে এবং এরপরে আপনি যখন তার কথা শুনে কোনো সিদ্ধান্ত নিবেন কিংবা কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ করবেন তখন ও আপনি বুঝতে পারবেন না যে সে আসলে কতো বড় মিথ্যাবাদী। তাই আমি সব সময় সৃষ্টিকর্তার কাছে একটা বিষয় চাই যে, সৃষ্টিকর্তা যেনো আমাদেরকে এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে রাখেন।