ছেলে মানুষ বাচে মূলত ১৮ বছর!


man-915230_1920.jpg

Source

আপনারা হয়তো ভাবতে পারেন ছেলে মানুষ কেন আঠারো বছর বাঁচে, আসলে এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। আসলে আমাদের এই প্রজন্মটা সেই বিষয়গুলো অনেক ভালো ভাবেই বুঝতে পারেন। যখন আমরা পূর্ণবয়স্ক হই। যখন আমাদের মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা এবং উদ্দীপনা সৃষ্টি হয়। তখন থেকে কিন্তু আমরা এই পৃথিবীতে বুঝতে শিখি এবং এই জীবন যাত্রায় ঝাপিয়ে পরি। এর আগ পর্যন্ত কিন্তু আমরা সব সময় ম নিজেদের স্বাধীনতা মোতাবেক নিজের মা-বাবার কথা মোতাবেক কিন্তু চলাচল করি। যেখানে আসলে বাহ্যিক কোন টেনশন থাকে না।

এই টেনশনের আবির্ভাব হয় মূলত আমাদের ১৮ বছর পার হয়ে যাওয়ার পরে। যখন আমরা কলেজ লাইফে পদার্পণ করি, যখন আমরা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করি, যাতে করে আমাদের পরিবারের একটু হলেও কষ্ট কম হয়। এই বিষয়গুলো থেকে যখন ছেলেরা বুঝতে শিখতে শেখে এবং সামনের দিকে এগিয়ে যেতে শেখার চেষ্টা করে, তখন থেকেই তাদের জীবনের সমাপ্তি তারা নিজের জন্য পরিবারের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যায়।

এই বিষয়গুলো শুনতে হয়তো একটু খারাপ লাগছে কিংবা অনেকেই হয়তো এর ধরনের মনোভাব রাখে না। কিন্তু ম্যাক্সিমাম যারা ছেলেরা রয়েছে তারা এই ধরনের কার্যকলাপ করে থাকে। বিশেষ করে আমি যত মানুষের সাথে মিশেছি প্রায় সবাইকে আমি দেখেছি তাদের মধ্যে একটা টেনশন সব সময় গ্রাস করে ফেলে, নিজের পরিবারের কথা চিন্তা করে তাদের দায়িত্ব কর্তব্য গুলো সে ঠিকভাবে পালন করতে পারছে কিনা সেই বিষয়ে তারা চিন্তাভাবনা করে।

ABB.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟