নিজেকে সময় দেন, আপনি পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিবেন না!
একটা সময় ছিল যখন আমরা নিজের জন্য বাঁচতাম, নিজেই সবকিছু করতাম। ছোটবেলার কথা মনে আছে নিশ্চয়ই। আপনাদের ছোটবেলায় বিভিন্ন ধরনের খেলনা দিয়ে আমরা খেলার চেষ্টা করতাম। যেটা ভালো লাগতো না সেটা দেখে খেলতাম না, যেটা ভালো লাগতো সেটা দিয়েই খেলা করতাম। আমার নিজের খুশির জন্য সব সময় বাসতাম কিন্তু জবে থেকে বড় হওয়া শুরু করলাম নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া শিখলাম তখন থেকেই কেন জানি নিজে থেকে বাঁচা হয় না।
এই পৃথিবীতে আমরা একবারই জন্মগ্রহণ করেছি এবং এই পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি আমরা বিদায় নিয়ে চলে যাব। কিন্তু যতটুকু সময় এই পৃথিবীতে আছি আমরা কেন নিজের জন্য সময় বের করতে পারি না। কেন নিজের স্বপ্ন পূরণ করতে পারি না। এই বিষয়গুলো হয়তো অনেকেই মাঝে মধ্যেই ভাবেন। আমি ব্যক্তিগতভাবেই মনে করি নিজের জন্য একটি সময় বের করা দরকার। আমরা প্রতিনিয়তই অফিসের কাজে বিভিন্ন ধরনের কাজে কর্মে ব্যস্ততা থাকি। কিন্তু নিজের পছন্দমত কাজ কিংবা কোথাও ঘুরতে যাওয়া, নিজেকে বিনোদন দেওয়া এই কাজগুলো থেকে আমরা কেন জানি অনেকটা দূরে চলে এসেছি।
তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে সকল দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে, যে সকল ব্যস্ততা রয়েছে সেসব কাজ শেষ করে হলেও নিজের জন্য একটু সময় বের করা উচিত, নিজের পছন্দের কাজগুলো করা উচিত। হয়তো আপনি বই পড়তে ভালোবাসেন সে ক্ষেত্রে অবশ্য সময় বের করে আপনি আপনার পছন্দের বইটা পড়লেন। এতে করে মন অনেক ভালো থাকবে এবং কাজও করতেও আমাদের মন বসবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ সবাইকে।
পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন প্রেক্ষাপটের খাতিরে আমরা আমাদের নিজেদের জীবনের প্রকৃত সুখটাই ভুলে যাই। একটা সময় ছিল যখন আমরা অনেক হাসিখুশি কাটাতাম কিন্তু সেই সময় পেরিয়ে যখন দায়িত্ব কাঁধে আসে তখন সব কিছুই ভুলে যাই। আমি আপনার সাথে সহ মত আমাদের প্রত্যেকের উচিত নিজেদেরকে সময় দেওয়া।