ধোঁকা দিও না
আমাদের এই স্বল্প জীবনের স্বল্প সময়ের জন্য আমরা এসেছি। এই পৃথিবীতে কিন্তু এই স্বল্প সময়ের জন্য এসেও আমরা মাঝেমধ্যেই ভুলে যাই যে আমাদেরকে আবারও পরকালে ফিরে যেতে হবে। পৃথিবীর এই জীবনটা চিরস্থায়ী নয়। এই বিষয়গুলো মাঝেমধ্যেই আমরা ভুলে যাই। তাই তো স্বার্থের এই পৃথিবীতে নিজের স্বার্থ রক্ষার জন্য আমরা একে অপরকে ধোকা দিয়ে থাকি। সেটা হোক ভালোবাসার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে কিংবা বিশ্বাসের ক্ষেত্রে।
আমরা যদি আমাদের মৃত্যুর কথা প্রতিনিয়ত স্মরণ করি মৃত্যুকে ভালোভাবে অনুধাবন করতে পারি তাহলে হয়তো মানুষের ক্ষতি থেকে বিরত থাকতে পারবো। একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস গড়ে তুলতে পারব। এই বিষয়গুলো যখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে যাবে তখন দেখা যাবে সমাজে পাপাচার কিংবা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মগুলো কিন্তু থাকবে না। সেগুলো আস্তে আস্তে কমে যাবে।
ধোকা এমন একটি খারাপ বিষয় যেটা অনেক বড় একটি পাপের সমীল। কারণ যেই মানুষটা আপনাকে বিশ্বাস করে, যেই মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার থেকে জঘন্যতম পাপ আর কিছু হতে পারে না বলে মনে করি। এর থেকেও একটি জঘন্যতম কাজ হচ্ছে মানুষ হত্যা করা। এরপরেই এই মানুষকে ধোকা দেওয়ার বিষয়টি চলে আসে। যাইহোক আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।