$PUSS হল Burn-to-Earn এর রাজা!


ChatGPT Image May 15, 2025, 02_09_19 PM.png

Source

আপনারা অনেকেই PUSS কয়েন নিয়ে হয়তো শুনে থাকবেন। বর্তমানে এটাই ·কটি জনপ্রিয় মিম কয়েন হিসেবে আবির্ভূত হয়েছে এবং বর্তমানে এটি শুধুমাত্র একটি মিম কয়েন নয় বরঞ্চ এটি ইউটিলেটিভ পথে হাঁটছে। তার মধ্যে সবথেকে ভালো একটি ফিচার হচ্ছে বার্ন টু আর্ন। এখানে আপনি অল্প কিছু PUSS বার্ন করে অধিক মুনাফাযুক্ত স্টিমিট ভোট পেতে পারেন। এর মাধ্যমে Puss বার্ন করা হচ্ছে এবং সেই সাথে যারা PUSS বার্ন করছে তারা অধিক লাভবান হচ্ছে।

প্রথমত বলি বার্ন করার মাধ্যমে PUSS এর টোটাল সাপ্লাই অনেকটাই কমে যাচ্ছে। ইতি মধ্যে অনেকগুলো PUSS বার্ন করা সম্ভব হয়েছে এবং নিয়মিত পোস্ট করছেন এমন ব্লগারের সংখ্যাও কম নয়। বরং এটা দিন প্রতিদিন বেড়েই চলেছে। বর্তমানের ডাটা অনুযায়ী প্রায় ১৫০ এরও বেশি মানুষ প্রতিনিয়ত ব্লগিং করছে এবং করছে এতে করে PUSS এর অগ্রগতি আরও দীর্ঘায়িত হচ্ছে।

এটি এমন একটি সিস্টেম চালু করা হয়েছে যেখানে PUSS প্রতিনিয়ত বার্নিং এর মাধ্যমে স্টিমিটি আর্ন করা সম্ভব হচ্ছর এবং যতদিন এই কার্যক্রম পরিচালিত হবে ততদিন PUSS বার্ন হবে এবং PUSS টোটাল সাপ্লাই কমে আসবে এবং PUSS এর ভ্যালু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এজন্যই এটা একটি ইটালিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ।

ABB.gif