ভালোবাসা কি সত্যিই ফুরিয়ে যায়?


swan-4013225_1920.jpg

Source

ভালোবাসা এমন একটা বন্ধন যেই বন্ধন এর সম্পর্ক কখনো ছিন্ন হয় না। এটা আমি ব্যক্তিগতভাবেই মনে করি। কারণ ভালোবাসায় কখনো বিশ্বাসঘাতকতা হয় না। ভালোবাসায় কখনো মনের অমিল হয় না। শুধুমাত্র একে অপরের চোখের চাউনিতেই বুঝতে পারা যায় সেই মনের ব্যক্তি কিংবা সেই ভালোবাসা থেকেই কি বলতে চাইছে। সে কি করতে চাইছে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা।

আমরা অনেকেই মনে করি হয়তো সময়ের সাথে সাথে ভালোবাসা শেষ হয়ে যায়। কিংবা ভালোবাসা ফুরিয়ে যায়। এই বিষয়গুলো অনুধাবন করার একমাত্র কারণ হয়ে যাচ্ছে আমাদের জীবনের ব্যস্ততা, জীবনের কাঁধে বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্যবোধ চলে আসা। এতে করে হয়তো ভালোবাসার মানুষকে সেভাবে করে সময় আমরা দিয়ে উঠতে পারিনা। কিন্তু আমরা যে সারাদিন ব্যস্ত থাকি কাজে-কর্মে থাকি শুধুমাত্র আমাদের পরিবার এবং ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করি।

ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না বরঞ্চ সময়ের সাথে সাথে এটা বৃদ্ধি পেতে থাকে। অসীম সীমা পর্যন্ত ভালোবাসায় একটি মধুর সম্পর্ক রয়েছে। আপনি ভালোবাসার মানুষ থেকে যতই দূরে থাকেন না কেন তার মায়া তার ভালোলাগা কিংবা মন্দ লাগার সমস্ত কার্যক্রম গুলো সব সময় আপনার মাথায় ঘুরপাক করতে থাকবে। এই ভালোবাসা একটা অপরূপ সৃষ্টি এবং অনুভূতিও বটে। আপনার কাছে প্রকৃত ভালোবাসার অর্থ কি সেটা চাইলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 4 days ago 

যারা ভালোবাসায় ঠকেনি তারাই বলবে যে ভালোবাসা কখনোই ফুরায় না কিন্তু যারা ঠকে গেছে তারা অবশ্যই বলবে যে ভালোবাসা একসময় ঠিকই ফুরিয়ে যায়। যাইহোক আপনার পোস্টের লেখাগুলিও ভালো লাগলো পড়ে।

 4 days ago 

আমার কাছে মনে হয় ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। তবে অভিমান ভালোবাসার মাঝে দুরত্ব তৈরি করে। দারুন লিখেছেন আপনি।