সব যদি পেয়েই যাই, তাহলে আফসোস করবো কি নিয়ে


beautiful-6126170_1920.jpg

Source

আমাদের প্রত্যেকেরই জীবনে বিভিন্ন ধরনের লক্ষ্য উদ্দেশ্য থাকে, বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকে। আবার মাঝেমধ্যে আমরা ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে চাই তবে আমরা যদি আমাদের সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো কে পূরণ করে ফেলি। তাহলে হয়তো এই জীবনের আর কোন মানেই থাকে না। সবকিছু যদি পেয়ে যাই তাহলে আফসোস করব কি দিয়ে? বিষয়টা অনেকটা সাহিত্যিক বলে মনে হলেও বাস্তবিক ব্যাপক ব্যাখা রয়েছে, এবং এটা একপ্রকার শান্তনামূলক কথাও বটে।

তবে আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের ভাগ্যে যেসব থাকে না, সে সব জিনিস থেকে দূরে থাকাই শ্রেয় কারণ মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যা নির্ধারণ করেছেন। অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলকর কিছু বয়ে আনতে পারে। অপরদিকে যেসব বিষয়গুলো আমাদের জীবনে আসতেছে না কিংবা আসবে না সেই বিষয়গুলো নিয়ে আফসোস করার কোন দরকার নেই। কারণ মহান সৃষ্টিকর্তাই সর্বোত্তম পরিকল্পনাকারী।

আমি সবসময় মনেপ্রাণে বিশ্বাস করি আমরা হাজারো চেষ্টা করো যে বিষয়টা নিজের করে নিতে পারি না সেখানে হয়তো আমাদের বা আমাদের জন্য ভালো কিছু নেই বরঞ্চ আমাদের জীবনে কিছু অমঙ্গল হতে পারে বিধায় সৃষ্টি কর্তা আমাদেরকে সেই সব জিনিসগুলো থেকে বিরত রাখে। তাই আজ পোস্টের টাইটেল এভাবেই দিয়েছি যাতে করে আমাদের মন খারাপ না হয় এবং নিজেকে সান্তনাও দেওয়া যায়। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif