জীবনে কম বন্ধু রাখুন, কিন্তু বন্ধুর মত বন্ধু রাখুন
বন্ধু এমন একটি সম্পর্ক যেটা আসলে রক্তের সম্পর্ক দিয়ে নয় বরংচ বিভিন্ন ধরনের আত্মার সম্পর্ক দিয়ে হয়। বন্ধু এমন একটা বিষয় যার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও এমন একটি টান এবং সম্পর্ক তৈরি হয় যার কারণে এটা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্কে পরিণত হয়েছে। বর্তমানে বন্ধুত্ববাদীর যে বিষয়গুলো রয়েছে সেটা খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না। হয়তো মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। একটা বন্ধু আরেকটা বন্ধুর জন্য কতটুকু সেক্রিফাইস করেছে কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সবগুলোই দুধের মাছি।
জীবনে খুব বেশি একটা বন্ধু-বান্ধবের প্রয়োজন নেই। মনের মত একজন কিংবা দুইজন বন্ধু থাকলেই জীবনে আর কিছু লাগে না। এমন কিছু বন্ধু তৈরি করতে হবে যে বন্ধুরা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আপনার মঙ্গলের জন্য সব সময় ভালো কামনা করবে এবং সব সময় আপনাকে সাপোর্ট করবে। এই বিষয়গুলো এখন খুঁজে পাওয়া খুবই দুর্লভ। তবে আমার এমন একটি বন্ধু রয়েছে যে বন্ধু সবসময় আমার দুঃখে সুখে পাশে ছিল তার নাম হচ্ছে পার্ভেজ।
কোন একটা সময় আমরা মনে করতাম এই বন্ধুরা হয়তো সারা জীবন থাকবে কিন্তু যখন বাস্তবতার কাছে ফিরলাম, যখন নিজের গায়ে হাত দিয়ে দায়িত্ব গুলো নিয়ে নিলাম। তখন দেখলাম এই বন্ধুত্বের আসলে কোন মূল্যায়নেই নেই। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে পড়ে রয়েছে। কিন্তু এমনও কিছু বন্ধু রয়েছে যারা স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে সাহায্য করার সহযোগিতা করে এবং আমাদের পাশে থাকে, আপনার কি এরকম কোন বন্ধু আছে? তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।