নিজের জীবনের সবচেয়ে বড় ভুল


tree-738816_1920.jpg

Source

জীবনে কিছুই এমন মুহূর্ত আসে যে মুহূর্তগুলোতে খুব কম সময়ে জীবনের অনেক বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এমত অবস্থায় আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। যার কারণে জীবনের প্রত্যেকটা বিষয় পরিবর্তন হয়ে যায়। জীবনের আপনার যে একটি একান্ত নিয়ম কানুন ছিল, ভালবাসার মানুষ ছিল কিংবা ভালোবাসার যে বন্ধন ছিল তার নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্তের কারণে। যার জন্য হয়তো আমি এখনো অনেকটাই কষ্ট পেয়ে যাচ্ছি, জানিনা এই কষ্টের শেষ কখন।

আমার নিজের জীবনে এমন কিছু ব্যথা রয়েছে এমন কিছু কষ্ট রয়েছে যে কষ্টগুলো আমি কারো সাথে শেয়ার করতে পারি না। না নিজের বন্ধু বান্ধব না নিজের পরিবার। সেই কষ্টগুলো কেন জানি নিজস্ব একান্ত গত ভাবনা বলে মনে হয় এবং আমার কাছে এটাও মনে হয় যে আমার এই কষ্টের আসল কোন মানেই নেই। কারণ জীবনের সবকিছুই অনেক ঠিক ভাবে চলছে কিন্তু তারপরও কোন একটি মহামূল্যবান বিষয়ে আমার জীবনে নেই, এই বিষয়টা আমার সব সময় অনুভূতি হচ্ছে।

এসব বিষয়গুলো যদি জনসমক্ষে বলি সে ক্ষেত্রে সবাই আমাকে হয়তো খারাপ ভাববে। কিন্তু আমি যেন আমার নিজের আবেগের কাছে ধরা। আমি যেন আমার মানসিক শান্তি কোথাও খুঁজে পাচ্ছি না। হয়তো সেই ভালোবাসার জন্যই একটু কষ্ট হচ্ছে। জানি এই বিষয়টা অনেকটা স্বাভাবিকভাবে সৃষ্টিকর্তার কাছে আমি এটাও প্রার্থনা করি আমি একটি সুন্দর সংসার শুরু করেছি এবং সেই সংসার কে নিয়ে বাকিটা জীবন বাঁচতে চাই।

ABB.gif