শৈশবের ঈদ আনন্দ
ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা পরিকল্পনা করে থাকি। কিন্তু সব থেকে ভালো যে সময়টা কেটেছিল সেটা হচ্ছে আমাদের ছোটবেলার ঈদ। এই ছোটবেলায় ঈদ আসার অনেকদিন আগে থেকেই আমাদের মধ্যে একটি আনন্দ উদ্দীপনা কাজ করতে থাকে তখন থেকেই বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং বাসায় বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার বাহানা করতাম, সেই দিনগুলো কতই না মধুর ছিল।
বিশেষ করে রমজান মাস আসলেই ঈদের আমেজ আসা শুরু হয়। সারাদিন রোজা রেখে নামাজ কালাম পড়ে আর যখন আমরা ঘুমোতে যাই তখন দাদীর কাছে বিভিন্ন ধরনের গল্প শুনতাম। আগেকার। ঈদ কিভাবে উদযাপন করা হতো? আগেকার সময় মানুষেরা কেমন ছিল? এইসব বিষয়গুলো শুনতে অনেক ভালো লাগে আস্তে আস্তে যখন ইদ অনেক সামনে চলে আসে, তখন আমাদের বন্ধু-বান্ধবের মধ্যেও একটা আলাদা আনন্দ কাজ করে। আগে বিভিন্ন ধরনের ফকটা-বাজি কিনে রাখতাম, চাদ রাতে ফোটাবো বলে।
ঈদের আগের দিন রাতে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকলে ও মূলত ঈদের কয়েকদিন আগেই বাসা থেকে ঈদের শপিং করিয়ে দিত। কিন্তু ঈদের নতুন জামা পোশাক কাউকে দেখাতাম না। কারণ আমরা আগে ভাবতাম ঈদের জামা যদি কাউকে দেখাই তাহলে সেটা পুরনো হয়ে যায়। কত ধরনের চিন্তাভাবনা যে কাজ করতে তখন সেটা আসলে বলে বোঝানো যাবে না। ঈদের আগের রাতে আমরা সকলে মিলে পিকনিক খেতাম বাজি ফোটাতাম এবং অনেক আনন্দ ফুর্তি করতাম। সেসব দিনগুলোর কথা মনে পড়লে এখন অনেকটাই খারাপ লাগে, আবার মাঝে মাঝে অনেকটা আনন্দিত হয়ে যায়।
@darklights, what a wonderfully evocative post! Your description of childhood Eid celebrations truly resonated with me. The anticipation, the stories from grandma, the secret keeping of new clothes – it paints such a vivid and heartwarming picture. It's amazing how universal those feelings of excitement and joy surrounding Eid are, no matter where you are in the world.
Thank you for sharing these precious memories. It's a beautiful reminder of the simple pleasures and the deep connections that make Eid so special. I'm sure many readers can relate to your experience. What's one specific memory of Eid that always brings a smile to your face? I'd love to hear more!