থাকুন না কিছু অপূর্ণতা নিঃসঙ্গতা


sad-7078278_1920.png

Source

কথায় আছে জীবনে যদি আমাদের সকল লক্ষ্য সকল চাওয়া পাওয়া যদি পূরণ এই হয়ে যায়, তাহলে নিজের এই জীবনের উদ্দেশ্যটাই বা কি? তাই তো কেউ কেউ বলেছেন জীবনে কিছু অপূর্ণতা থাকাও জরুরি! তাহলে সেই অপূর্ণতার খোঁজে হলেও আমরা নিজের জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে থাকবো। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কিছু কিছু কথা আসলে কাব্যিক কিংবা বিভিন্ন গ্রন্থের মধ্যে থাকলেই হয়তো ভালো হয়। প্রকৃত অর্থে নিঃসঙ্গতাহা কিংবা অপূর্ণতা এটা শুধুমাত্র ব্যথা ছাড়া আর কিছুই দিতে পারে না।

তবে জীবনে বাঁচতে গেলে নিজের কিছু লক্ষ্য অবশ্যই পূর্ণ থাকা জরুরী আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি সবকিছুই আলাদা হয়ে যায় তাহলে কিন্তু জীবনে বাঁচাটা অনেকটাই বড় কষ্টের বিষয় হয়ে যাবে। আমাদের এই জীবনটা সবসময় যে আমাদের কথা মত চলবে তাকেই তো নয়, আমরা যেসব পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা মোতাবেক যদি চলে তাহলে তো সবকিছু ভালোই হতো। কিন্তু এর বিপরীতেও অনেক কিছু হয়ে যায় যেটা আসলে আমরা মাঝেমধ্যে মেনে নিতে পারি না। কিন্তু তারপরও এই জীবন কিন্তু অতিবাহিত করতেই হবে।

জীবনে যদি কোন লক্ষ্য কিংবা কোন উদ্দেশ্য যদি সফল না হয় তার মানে যে আপনি জীবনে হেরে গেছেন তা কিন্তু নয় বরং সেটা আমাদের জন্য একটি বড় শিক্ষা এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। এভাবে করেই জীবন-নির্ভাহ করতে হবে। তাই পূর্ণতা এবং অপূর্ণতা দুটোর মাঝেই আমাদের এই জীবন-নির্ভহ করতে হবে এবং সেভাবে করেই আমাদের জীবনের পথ চলতে হবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই বলতে হবে জানাবেন ধন্যবাদ।

ABB.gif