দূরত্ব বাড়ছে, গুরুত্ব কমছে।


people-5365324_1920.jpg

Source

একটা সময় ছিল, যে সময়টা আমরা সকল বন্ধুবান্ধব মিলে একসাথে সময় কাটাতাম, একসাথে আড্ডা দিতাম একসাথে খেলাধুলা করতাম, একসাথেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এ সব কিছুই কেন জানি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে সেই আনন্দে কাটানো মুহূর্তগুলো এবং সেই সাথে একে অপরের সাথে যোগাযোগ কমে যাচ্ছে। জীবনের এই মরীচিকায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি নিজের কাছের বন্ধু-বান্ধবের সাথে যে একটু সময় কাটাবো সেটা হয়ে ওঠেনা।

সময়ের ব্যবধানে সেই বন্ধুদের সাথে যোগাযোগ কমে যাচ্ছে এবং তাদের প্রতি আমাদের যে গুরুত্ব ছিল সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এই গুরুত্ব আমার কারণে কিন্তু আমাদের দূরত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যে দূরত্ব আসলে পরিমাপ করা অনেকটাই কঠিন। হয়তো বন্ধু-বান্ধবের সাথে দেখা হয় বছরে একবার কিংবা দুইবার কিন্তু তারপরও সেই দূরত্বটা আমরা বুঝতে পারি যে আগের মত বন্ধুত্ব তা আমাদের আর নেই বরঞ্চ এখন সবার কাঁধেই রয়েছে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধের বোঝা।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বয়স বাড়ার সাথে সাথে এই বিষয়গুলো হওয়া স্বাভাবিক। যদি এই বিষয়গুলো একটু আমরা স্মার্টলি ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি তাহলে হয়তো এই সিচুয়েশন গুলো আসবে না। আমরা দিনে যতটুকু ব্যস্ত থাকি না কেন একটু সময় করে বন্ধু-বান্ধবের খোঁজ খবর নিতেই পারি। বর্তমানে টেকনোলজি অনেক আপডেট হয়েছে। সবারই মেসেঞ্জার গ্রুপ আছে প্রতিদিন হয়তো পাঁচ সাত মিনিট এই সেই মেসেঞ্জারে গ্রুপে একটু সময় দিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ABB.gif