ইঁদুর দৌড়


stopwatch-259303_1920.jpg

Source

ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় বড় হয়ে ডাক্তার হতে হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু হাতে গোনা হয়তো অনেক কম মা-বাবা রয়েছে যারা বলে থাকেন। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই হইয়ো, তোমার যে বিষয় প্যাশন থাকবে তুমি সেই বিষয়কে তুমি তোমার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারো। এমন মন মানসিকতা আসলে আমাদের দেশে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। যদি এমনটা হতো তাহলে ইঁদুর দৌড় নামক এক অলিখিত দৌড় প্রতিযোগিতায় আমরা কেউ পা বাড়াতাম না।

ইঁদুর দৌড় এমন একটা বিষয় যে বিষয়ে আমরা সকলেই নিমজ্জিত হয়ে রয়েছি যে বিষয় থেকে বের হওয়ার মত কোন ধরনের পরিকল্পনাই আমাদের নেই। আমরা অনেকেই বুঝে উঠতেই পারি না আমরা ইঁদুর দৌড়ের মধ্যে রয়েছি। প্রতিদিন একই রুটিন ফলো করা, প্রতিদিন আমাদের অফিসের কাজ করা, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজ করা। এসব বিষয়ের মধ্যেই আমরা নিজেকে এমন ভাবে ঢুকিয়ে নিয়েছি নিজের জন্য একটু চিন্তাভাবনা করব সেই বিষয়টা হয়ে ওঠে না।

এই সমাজে বসবাস করার একমাত্র উদ্দেশ্য টাকা ইনকাম করা নয় বরংচ এই জীবনটাকে উপভোগ করা, পৃথিবী নামক এই সুন্দর গ্রহকে এক্সপ্লোর করা, কোথায় কি আছে না আছে এই বিষয়গুলো ভালোভাবে দেখা এবং এই সৌন্দর্যগুলো উপভোগ করার মধ্যেও রয়েছে মানসিক প্রশান্তি। হ্যাঁ, এসব কিছু করার জন্য অবশ্যই টাকা পয়সার প্রয়োজন রয়েছে তাই টাকা ইনকাম করতে হবে। শুধুমাত্র একঘেয়েমি ভাবে টাকা ইনকাম করবেন এবং নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবেন তা কিন্তু নয়।

ABB.gif

Sort:  

@ocean-trench, this post really resonated with me! Your reflections on the pressures to conform to societal expectations and the "rat race" are so insightful. I especially appreciate your point that life is about more than just earning money – it's about exploring the world and finding joy in its beauty. The reminder to not sacrifice our lives to monotonous work is a message many of us need to hear. Thank you for sharing your thoughts and encouraging us to break free from the cycle! What steps do you think people can take to identify if they're stuck in the "rat race" and then start to prioritize their well-being and passions?