জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন মানুষ থাকাটা বেশি প্রয়োজন


moon-8915307_1920.png

Source

পোস্টের টাইটেলে পারফেক্ট মানুষ কথাটি সম্বোধন করেছি। কিন্তু প্রকৃত অর্থে পারফেক্ট মানুষ বলতে কেউ নেই। প্রকৃত অর্থে পারফেক্ট বলতে কোন কিছুই হয় না। কিন্তু পারফেক্ট এর কাছাকাছি যাওয়া সম্ভব বলে আমি মনে করি। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যেটা হয়তো অনেকেই পারফেক্ট। সবদিক থেকেই হোক আর আপনার পরিবারের দিক থেকেই হোক না কেন কিন্তু সেই মানুষের সাথে যদি আপনার মনের মিল না থাকে, তাহলে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না।

ঠিক যেমনটা সুন্দরী নারীর থেকে সাংসারিক নারী আমাদের বেশি প্রয়োজন। ঠিক তেমনিভাবে এই বিষয়টাও কিন্তু আমাদের সমাজে ঠিক সমানভাবে গুরুত্বপূর্ণ। আসলে যে মানুষটাকে আপনার দেখে মনে হচ্ছে সবদিক থেকে পারফেক্ট কিন্তু সেই মানুষটা যদি আপনাকে মানসিক শান্তি দিতে না পারে, কথায় কথায় বিভিন্ন ধরনের ঝগড়াঝাঁটি হয়, তাহলে সেই পারফেক্ট মানুষের আপনার জীবনে কোন প্রয়োজনীয়তা নেই বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।

জীবনে একজন লাইফ পার্টনার অবশ্যই দরকারি। তবে সেই লাইক পার্টনার মনের মত না হয় সে যদি আপনাকে ভালোভাবে বুঝতে না পারে তাহলে কিন্তু জীবনটাই আপনার শেষ হয়ে যাবে। যেখানে আপনি মানসিক শান্তি পাবেন না, যার সাথে কথা বলে আপনার শুধুমাত্র রাগ উঠবে। এই বিষয়গুলো থেকে আপনি কখনোই বের হয়ে আসতে পারবেন না। তার মানে সারাটা জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। তাই তো বলেছি একজন সুন্দরী নারী থেকে একজন সাংসারিক নারী বেশি প্রয়োজন। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

@ocean-trench, this post really resonated with me! Your reflections on the idea of "perfect" people and the importance of inner peace are so insightful. The analogy of a "sangsari nari" (homely woman) being more valuable than a "sundari nari" (beautiful woman) when seeking companionship is particularly powerful.

You've touched upon such a vital aspect of relationships – that true connection and understanding trump superficial ideals of perfection. It's a reminder that compatibility and emotional well-being are the cornerstones of a fulfilling partnership. I appreciate you sharing these thoughtful perspectives, and I'm sure many others can relate to your message!

What are some qualities of a partner that bring you peace? I'd love to hear more thoughts from our readers on this topic!