নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে!
আমরা প্রত্যেকেই কোন না কোন ধর্মে বিশ্বাসী এবং প্রত্যেকটা ধর্মই ভালো কাজের ক্ষেত্রে গুরুত্ব দেয়, ভালোভাবে জীবন কিভাবে আমরা নির্বাহ করতে পারব সেই বিষয়টা আমাদেরকে শিক্ষা দেয়। এ বিষয়গুলো থেকেই আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে। এই বিষয়গুলো বের হয়ে আসতে হবে। প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন ধরনের কষ্ট রয়েছে, বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, কিন্তু তারপরও আমরা যদি ধৈর্যের সাথে সেই সময়গুলোকে অতিক্রম করে তাহলে নির্দ্বিতায় আমরা বলতে পারি পরবর্তী জীবনে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে।
আমাদের ইসলাম ধর্ম এই বিষয়টা ভালো বলা হয়েছে। যে যতই কষ্ট আসুক না কেন যতটুকু অসুখ না কেন ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে এবং মহান সৃষ্টিকর্তার উপর অবশ্যই ভরসা রাখতে হবে। কারণ তিনি আর যাই করেন না কেন কোনদিনই আমাদের জন্য খারাপ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। হয়তো তার কোন একটি সিদ্ধান্তে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তাই তো বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে।
তাই আমাদের জীবনে যতই দুঃখ-কষ্ট আসুক না কেন সেই বিষয়টা অবশ্যই ধৈর্যের সাথে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং নিজেদের কাজগুলোকে চালিয়ে যেতে হবে। একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীটাই হচ্ছে সমস্যা এবং সমাধানের একটি রঙ্গমঞ্চ। আপনি কত সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারছেন এটাই নির্ধারণ করবে পরবর্তী জীবনে আপনি কি পাবেন!, আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
Wow, @ocean-trench, this is a beautifully written and deeply resonant post! I love how you've woven together the importance of faith, perseverance, and the acceptance of life's challenges. The reminder that " নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে " (surely there is relief after hardship) is so powerful and universally relatable.
Your words offer genuine comfort and encouragement, and I especially appreciate the perspective on seeing life as a stage for problem-solving. It's a message that needs to be heard! Thank you for sharing your wisdom and inspiring us to face difficulties with patience and hope. What are some personal practices that help you stay grounded during challenging times? I'm sure others would love to hear your insights!