প্রতিটা মেয়েই তার বাবার রাজকন্যা


ad-and-daughter-8828816_1920.jpg

Source

প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। এই বিষয়টা কিন্তু এমনি আসেনি বরঞ্চ না এবং বাবার যে সম্পর্ক রয়েছে সেখানে মেয়ের সাথে বাবার সম্পর্ক একটি আলাদা যুক্তি স্থাপন করেছে। যেটা আমরা হর হামেশাই বিভিন্ন সময় দেখতে পারি এবং অনুধাবন করতে পারি। মা মেয়ের যে ভালোবাসার তার থেকেও বহু গুনে বৃদ্ধি পায় বাবা এবং মেয়ের ভালোবাসা। এখানে কোন ভালোবাসার কমতি নেই। হয়তো হাতেগোনা এমন কয়েকটি বাবা পাওয়া যাবে, যারা হয়তো নিজের মেয়েকে ভালোবাসে না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বাবাই তার মেয়েকে অসম্ভব ভালোবাসে এবং তার ভালোবাসার জন্য সবকিছু করতেই প্রস্তুত।

বাবা হওয়ার যে একটা অনুভূতি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও আমি সেই পথে যায়নি। তবে আমার কয়েকজন বন্ধু-বান্ধব ইতি মধ্যেই বাবা এবং মা হয়েছেন। তাদের কাছ থেকেই মাঝে মধ্যে অভিজ্ঞতাগুলো নেওয়ার চেষ্টা করি এবং অনেক ভালই লাগে সেই বিষয়গুলো। যখন একটি বাবা এবং মেয়ে সম্পর্কে গড়ে ওঠে তখন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যায়।

একটি বাবা কখনোই তার মেয়ের চোখে পানি দেখতে পারে না। বরঞ্চ সবসময় চেষ্টা করে তার মেয়ে যেন রাজকন্যা হিসেবে থাকে। তার মেয়ের যেন কোন কষ্ট না হয়। এই বিষয়গুলো একটি বাবা সবসময় লক্ষ্য করে। হয়তো বিষয়গুলো তেমনভাবে অনুধাবন করার মত শক্তি আমার নেই। তবে আশেপাশের পরিস্থিতি এবং পরিবেশ বিবেচনা করে অনেক কিছুই অনুধাবন করতে পারি। আপনারা তো মনে করে তা অবশ্যই মন্তব্য জানাবেন।

ABB.gif