বড় হইয়া গেছি এখন 'মা' নিজের দুঃখ বলে আর আমি নিজের গুলো লুকাই!


baby-feet-1527456_1920.jpg

Source

আমরা কখন বড় হয়ে যাই জানেন? যখন আমাদের কাঁধে বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্যবোধ চলে আসে। যখন আমরা আমাদের আশপাশের সবকিছু পরিস্থিতি বিবেচনা করে আমাদের পরিবারের জন্য কোনটা ভালো হবে আমাদের পরিবার কোন জিনিসটাতে বেশি স্বাচ্ছন্দ বোধ করবো এবং ভালোভাবে থাকতে পারবে। সেই বিষয়গুলো যখন আমরা অনুধাবন করি তখন আমরা বড় হয়ে যাই।

যখন আমরা নিজেদের ছোট ছোট আর সুখকে বিসর্জন দিয়ে পরিবারের সুখের প্রতি বেশি মনোযোগ জ্ঞাপন করি তখন আমরা বড় হয়ে যাই। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে সকল মুহূর্তগুলোরা মারা তাদের নিজস্ব দুঃখগুলো আমাদের সাথে শেয়ার করেন, যাতে করে আমরা আমাদের মা-বাবাকে ভালোভাবে বুঝতে পারি এবং তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধগুলো রয়েছে সেই দায়িত্ববোধ গুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি।

এসব বিষয়গুলো যখন আমাদের সাথে ঘটবে তখন আমরা বুঝে নেই আমরা বড় হয়ে গেছি। আমাদের মাথার মধ্যে অনেক দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে নিজেরাই কোন কারণে মন খারাপ করে বসে থাকলে চলবে না। বরঞ্চ নিজের জন্য হলেও নিজের পরিবারের জন্য হলেও আমাদের যেসব দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে সেগুলো যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। আপনাদের কখন মনে হয়েছিল যে আপনারা বড় হয়ে গেছেন এবং আপনাদের কাছে দায়িত্ব চলে এসেছে সেটা চাইলে আপনারা ছোট করে মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif