মৃত্যু সবকিছুর সমাধান
আপনারা কি কখনো ভেবে দেখেছেন যখন থেকে আমাদের জ্ঞান হয়েছেন একটার পর একটা সমস্যা কিন্তু আমাদের জীবনে লেগেই রয়েছে। একটা সমস্যার সমাধান করলে আরো এই দুটি সমস্যা আমাদের কাছে এসে হাত নারা দেয়। কারণ এই জীবনের সমস্যার কখনোই শেষ হতে পারে না। প্রত্যেকটি জীবনের বিভিন্ন ধরনের উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে সেসব উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে অ্যাচিভ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিষয়টা আমরা সকলেই ভালোভাবে জানি এবং এই সমস্যাগুলো সমাধান করতে করতেই দেখা যাবে জীবনের একদম শেষ পর্য়ায়ে আমরা চলে এসেছি।
তবে সব কিছুর মাঝে জীবনের প্রকৃত মানে আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করতে হবে। আমরা সব সময় সমস্যায় থাকি এই এই বিষয়গুলোকে খুব বেশি একটা গুরুত্ব না দিয়ে নিজের ছোট ছোট ইচ্ছে কিংবা স্বপ্নগুলোকে পূরণ করার মাঝে সেই সমস্যার মধ্যেও আনন্দ আপনি উপভোগ করতে পারবেন এবং এই জিনিসগুলো যখন করবে তখন জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনাকে আর আফসোস করতে হবে না। কেন জীবনের বাকিটা সময় নিজের ইচ্ছে গুলো পূরণ করলাম না। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
একটা কথা ঠিক, সব সমস্যার সমাধানেই হচ্ছে একমাত্র মৃত্যু। মৃত্যু হয়ে গেলে দেখবেন আপনাকে ঘিরে যত ধরনের সমস্যা ছিল সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মৃত্যুর আগে যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি সেভাবে করেই আমাদের জীবন গুছিয়ে নিতে হবে। এই বিষয়টা চারটি খানি কথা নয় বরং অনেকটা চ্যালেঞ্জিং এর একটি বিষয়। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
@ocean-trench, this is a truly thoughtful and poignant reflection on life's journey! The image you chose perfectly complements the sentiment – that evocative image of the elderly man with a cane speaks volumes.
I especially appreciated your point about the constant presence of problems, and the wisdom in finding joy and pursuing personal dreams within that context. It's a refreshing perspective to remember amidst the daily grind. The realization that death ultimately solves all problems is a sobering thought but, as you suggest, it underscores the importance of living fully before that point.
Your post encourages us to contemplate our purpose and avoid regrets, which is something we can all benefit from. Thank you for sharing this insightful piece! I'm sure it will spark some valuable discussions and self-reflection. What small dream are you working on fulfilling right now?