ভালো বন্ধু জীবনের সেরা সম্পদ।


girls-6756328_1920.png

Source

ভালো বন্ধু জীবনের সেরা সম্পদ। তাদের সাথে কাটানো সময়ই জীবনের সেরা সময়। বন্ধুত্বের সম্পর্ক এমন একটি সম্পর্ক যেখানে আসলে টাকা দিয়ে কোন কিছু বিচার করা হয় না। যেখানে কোন রক্তের সম্পর্ক নেই কিন্তু তারপরও দেখা যায় একটি বন্ধু আরেকটি বন্ধুর জন্য জীবনের সবকিছু বাজি রাখতে প্রস্তুত। কিন্তু দুঃখের বিষয় মাঝেমধ্যে বন্ধুত্ব নামের কলঙ্ক আমাদের চোখের সামনে ভেসে ওঠে।

কিন্তু যদি কিছু উদাহরণ আমরা ইগনোর করি তাহলে দেখা যাবে এই সম্পর্কটা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক। যে মানুষের সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন। যেই মানুষের সাথে আপনি মন খুলে মেলামেশা করতে পারেন। প্রকৃত আপনি কে উজাড় করে তার সাথে উপস্থাপন করতে পারেন। সেই মানুষটা আর কেউ নয় সেই মানুষটা হচ্ছে আপনার বন্ধু এবং এই কারণেই বন্ধুত্বের সম্পর্কটা গভীর হয়ে থাকে।

বন্ধুত্বের সাথে কাটানো সময় গুলো আমাদের কাছে হয়ে ওঠে আনন্দময়। যে সময়টাতে থাকে না কোনো বাহ্যিক টেনশন থাকে না। অন্য ধরনের কোন মাথা ব্যথা থাকে না। শুধুমাত্র বন্ধুত্ব সেই অবাধ সম্পর্ক আমরা এখানে উপস্থাপন হতে দেখি। আমারও ব্যক্তিগতভাবে কিছু বন্ধু রয়েছে। যাদের সামনে গেলে আমি কেন জানি বাচ্চা হয়ে যাই। নিজের মনের ভিতর যত কথা আছে সব কথাই যেন তাদের সাথে শেয়ার করতে চাই। এই বিষয়গুলোই হচ্ছে বন্ধুত্বের অর্থ। আপনারা কি মনে করেন অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif