একটি ভৌতিক ঘটনা

crow-988218_1280.jpg

Source

ভৌতিক ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন এমন মানুষ হয়তো বর্তমানে অনেক কম খুঁজে পাওয়া যাবে। তবে আগেকার সময়ে মানুষেরা মধ্যে একটি সব সময় আতঙ্ক বিরাজ করত, এই বুঝি কোন একটা ভৌতিক ঘটনা তারা সাক্ষী হতে যাচ্ছে এমনই একটি আতঙ্ক তাদের মধ্যে বিজার করতো। ছোটবেলায় দাদী কিংবা নানীর মুখে ভৌতিক ঘটনা শোনেননি এমন মানুষ হতো কম পাওয়া যাবে। ঠিক তেমন একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটি খুবই ছোট তারপর আপনাদের ভালো লাগবে আশা করছি।

আমি যখন ছোট ছিলাম তখনই আমাকে দাদি এই গল্পগুলো শুনাতো। দাদি বলতো আজ থেকে বহু বছর আগে আমাদের পাশের জায়গায় একটি মালিক ছিল এবং একটি ঘোড়া ছিল। তার প্রতিদিন বিকেল বেলায় ঘোড়া চড়ে বেড়াতো এবং সেই মাঠে চক্কর দিত। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোন এক কারণে একই সাথে ঘোড়া এবং মালিক দুজনেই মারা যায়। কিন্তু তারপর থেকেই বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটতে থাকে এলাকার মধ্যে।

যদি কোন ব্যক্তি মাঝ রাতে এই জায়গা থেকে অতিক্রম করেন তাহলে অনেকেই এমনটা দেখেছেন বলে দাবি করেন তারা একটি ঘোড়ায় চলে একটি মানুষকে হাঁটতে দেখেছেন। যদিও সেটা কখনোই সম্ভব নয় কারণ তারা দুজনেই মারা গিয়েছে এবং মাঝেমধ্যে তাদের উজ্জ্বলতা এতটাই বৃদ্ধি পায় যে অনেক দূর থেকেও তাদেরকে স্পষ্টভাবে দেখা যায়। এই ঘটনা শুনে আমি কিন্তু ছোটবেলায় দু একদিন ঘুমাতে পারিনি। আপনারাও কি আপনাদের দাদি নানীর কাছ থেকে এরকম গল্প শুনেছেন? শুনে থাকলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif