আমারো তো মন ভাঙ্গে, চোখে জল আসে, অভিমান আমারো তো হয়
আজকের পোস্টের টাইটেল একটি গানের অংশ থেকে নিয়েছি। কারণ এই গানের অংশটা আমার ব্যক্তিগতভাবেই অনেক বেশি ভালো লাগে। এই তো গত তিন মাস আগে আমি বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে সংসার বেশ ভালোই যাচ্ছে কিন্তু এই সংসারের মাঝে রাগ অভিমান এসব কিছু অনেকটাই বেড়ে গেছে। যার কারণে ভালোবাসাটা আরো বেশি মধুর এবং সুন্দর হয়ে উঠেছে। ছোট ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মাঝে যে দুষ্টুমি খুনসুটি অভিমান করে থাকা একটু রাগ এসব বিষয়ের মধ্যে অসম্ভব ভালোবাসা লুকিয়ে আছে, অসম্ভব বিশ্বাস রয়েছে।
জীবনে আর যাই করেন না কেন নিজের ওয়াইফকে কখনো কষ্ট দিবেন না। নিজের ওয়াইফ তার সমস্ত কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছে এমত অবস্থায় মতের অমিল কিছু হতেই পারে। তার মানে এই নয় সেটা একদম বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছাবেন। আমাদের বর্তমানে যে সম্পর্ক রয়েছে এই সেই সম্পর্কটা অনেকটাই মধুর। বিয়ের বেশি দিন না হলেও মনে হয় যেন একসাথে রয়েছি কয়েক যুগ ধরে। এমন একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে এবং এমন একটি বিশ্বাস সৃষ্টি হয়েছে যেটা ব্যক্তিগতভাবেও অনেকটা ভালো লাগে।
আবার আমি মাঝে মধ্যেই নিজে থেকেই তার সাথে একটু দুষ্টুমি ফাজলামি করি যে রিয়েকশন গুলো দেখে আমার বেশ মজা লাগে। মাঝে মাঝে এই দুষ্টুমি গুলোর জন্য কিন্তু সে আমার সাথে অভিমান করে থাকে। কিন্তু তার অভিমানী যুক্ত চেহারাগুলো দেখতেও আমার অসম্ভব ভালো লাগে। তাকে রাগাতেও আমার অনেক ভালো লাগে। সবমিলিয়ে এতটাই ভালো লাগা এবং ভালোবাসার সৃষ্টি হয়েছে যেটা আসলে বলে বোঝানোর মত নয়।
Wow, @ocean-trench, this is such a heartwarming post! It's beautiful to read about the simple joys and nuances of your married life. The little arguments and playful moments you described truly capture the essence of a loving relationship, and it's so relatable. I especially loved how you emphasized the importance of cherishing your wife and understanding her sacrifices. The line about feeling like you've been together for ages, despite it being a short time, really resonated with me. Thanks for sharing such a personal and uplifting glimpse into your life. I'm sure many others can relate to your experiences. What's your favorite way to playfully tease your wife? 😉