জীবনটা সহজ নয়
আমাদের প্রত্যেকের জীবনের বিশেষ কিছু লক্ষ্য রয়েছে, বিশেষ কিছু চাহিদা রয়েছে এবং সেই লক্ষ্য এবং চাহিদা পূরণের জন্যই কিন্তু আমরা সব সময় কাজ করে যাই। নিজের পরিবারকে আমরা সবসময় ভালো থাকে নিজের পরিবারের সব চাহিদা যেন আমরা সব সময় পূরণ করতে পারি এই বিষয়গুলো আমরা সব সময় লক্ষ্য রাখি। কিন্তু চাহিদা এমন একটি বিষয়ে যেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে।
জীবনের লক্ষ্য এক বিষয় এবং দৈনন্দিন বিষয়ের চাহিদা গুলো আরেকটি বিষয়। জীবনের লক্ষ্য অর্থাৎ আপনি জীবনের কোন পর্যায়ে যেতে চান সেই বিষয়ে একটি লক্ষণ নির্ধারণ করা আর চাহিদা যেটা প্রতিনিয়ত বাড়তে থাকে, প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে। মনে করুন আপনার একটি মোবাইল ফোন খুবই দরকার। যখন আপনি সেই মোবাইল ফোন অর্জন করে ফেলবেন, তখন আপনার একটি ল্যাপটপ এর দরকার পরবে।
এই যে চাহিদার পরিবর্তন, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হতেই থাকে। এমতাবস্থায় আমরা যদি আমাদের চাহিদাগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে সেই সংসারে কোনদিনও বরকত হবে না, সেই সংসারে কোনদিনও অভাব অনটন দূর হবে না। কারণ আমাদের ইনকাম যতোটুকু সেভাবে করেই খরচ করতে হবে এবং ভবিষ্যতের জন্য কিছু জমা রাখতে হবে। কারণ বিপদ-আপদ বলে আসে না। আর যদি একটি বিপদ হয় তাহলে কার কাছে সাহায্য চাইবো? সবাই তো নিজ নিজ স্বার্থ নিয়ে পরে আছে। এই বিষয়গুলো আমাকে মাঝে মাঝে অনেক ভাবায়, তাই তো মনে হয় জীবনটা এত সহজ নয়।