সন্ধ্যে কাটে না,অথচ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা ব্যাপার খুব খেয়াল করে দেখবেন যে, সময় খুব দ্রুত চলে যায়। অর্থাৎ সময়ের স্রোত আর সমুদ্রস্রোত যেনো পাল্লা দিয়ে একের পর এক চলে যাচ্ছে।আমাদেরকে ছেড়ে দূরে, বহু দূরে। যেই সময় কখনো আর ফিরে আসবে না। যেই সময় কখনো আর আমাদেরকে দেখা দিবে না। আমরা ওই সময়ের সাথে হারিয়ে ফেলি কত কিছু। ওই সময়ের সাথে বিলীন হয়ে যায় আমাদের কত কত মুহূর্ত, কত কত স্মৃতি আর কত কত না পাওয়া।
কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত যে এই যে বছরের পর বছর চলে যাচ্ছে আমাদের। কিন্তু আমরা যেমনই থাকি না কেনো। আমাদের সময় গুলো খুব মনে হয় যে দ্রুত কেটে যাচ্ছে। যেমন এই যে বললাম, কি করে যে প্রতিবছরের নতুন তারিখ চলে আসে। প্রতিবছরের জানুয়ারির ১ তারিখ চলে আসে। সেটা যেনো আমরা কেউ ভালোভাবে টের পাই না। কিন্তু মাঝেমধ্যে দেখবেন, কিছু কিছু সন্ধ্যা এতো বেশি দীর্ঘ হয়। মনে হয় যেনো শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না।
অর্থাৎ ব্যাপারটি এমনটা অনেক যে বছর শেষ হয়ে যায়। কিন্তু সন্ধ্যা শেষ হয় না। আসলে কিছু কিছু মুহূর্ত এমনই থাকে। অনেক অনেক মুহূর্ত তে আসলে কিছু কিছু মানুষের স্মৃতি আমাদেরকে এতোটাই আষ্টপৃষ্ঠে ধরে যে, আমরা সেসবের বন্ধন থেকে কোনোভাবেই আর মুক্ত হতে পারি না। সেই বন্ধন আমাদেরকে এমনভাবে আটকে রাখে যে, আমরা সেই বন্ধনে এতোটাই আবদ্ধ হয়ে যাই যে, তাদেরকে ছাড়া এক মুহূর্ত আমাদের কাছে এক যুগের সমান মনে হয়। আর এ কারণে তাদেরকে ছাড়া আমাদের সন্ধ্যা গুলো কাটে না। এটা একান্তই ভালোবাসার কথা। ওই যে ভালবাসার টানে আমরা যে একে অপরকে ভুলে থাকতে পারি না, এটাই হলো তার ব্যাপার।