খোঁটা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের আশেপাশে আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন রকম খোঁটা দেয়। খোটা বলতে আমি এখানে যেটা বুঝাচ্ছি সেটা হলো অনেক মানুষ আসলে আমাদেরকে অনেকভাবে অনেক রকম কথা শোনায়।হয়তো আমরা আমাদের জীবনের তাগিদে, আমাদের পেটের তাগিদে কিংবা কর্মক্ষেত্রের জন্য অনেক কিছু মেনে নেই। অর্থাৎ মেনে নিতে হয় বলেই কিন্তু মেনে নেই। কিন্তু মেনে নিতে নিতে একটা পর্যায়ে মানুষ যখন এমন একটা জায়গায় হাত দেয় অর্থাৎ এমন একটা বিষয় নিয়ে কথা বলে। তখন আসলে আমি কেনো যেনো আর কোনোভাবেই সহ্য করতে পারি না।

আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি। সেটা হলো, খাবারের খোঁটা দেওয়া। অর্থাৎ আমার কাছে মনে হয় পৃথিবীতে সবকিছুর খোটা সহ্য করতে পারলেও কিংবা সব কিছুর খোটা পজেটিভ ভাবে নিতে পারলেও আসলে খাবারের খোটা আমি কোনো ভাবে কোনোদিন পজিটিভ ভাবে নিতে পারি না। তার কারণ হলো খাবার খুব আমাদের প্রয়োজনীয় একটি ব্যাপার। আর এই প্রয়োজনীয় ব্যাপারটির দিকে যখন কেউ কটু কথা বলে। অর্থাৎ কেউ সেটা আমাদের দেওয়ার পরে খোঁটা দেয়। তখন সেটা আমার কাছে খুব নির্মম মনে হয়।

আর সবচেয়ে বড় কথা হলো এই নির্মমতা আমাদের কাছে আসলে অনেক রকম ভাবেই ধরা দেয়। অর্থাৎ আমরা কখনো না কখনোই নির্মমতা শিকার হই। হতে পারে সেটা বড় হওয়ার পরে, আবার হতে পারে কারো যদি ইনকাম কম থাকে তাহলে। আসলে এই ব্যাপারগুলো সত্যিই খুব অমানবিক। কারণ কোনো মানুষ যখন কোনো মানুষকে খাবারের খোঁটা দেয়। তখন সেটা খুব অমানবিক হয়ে যায়। আমার লেখার মাধ্যমে তাই আমি এটাই বলার চেষ্টা করছি যে, আসলে মানুষকে খাবারের খোঁটা দেওয়া কখনোই উচিত নয়। অর্থাৎ যাদের এই অভ্যাস রয়েছে তাদের অভ্যাসটি বদলানো উচিত। কারন আমরা কেউ জানিনা সৃষ্টিকর্তা কখন কার মুখাপেক্ষী কাকে করে। তাই অন্যের মনে কষ্ট দেওয়া উচিত নয়।

ABB.gif

Sort:  

@raintears, this is a powerful and relatable post! You've beautifully articulated the emotional impact of being shamed for something as fundamental as food. The way you describe the pain and inhumanity of "khabarer khota" (food shaming) truly resonates. It's so important to shed light on these subtle yet deeply hurtful experiences. Your message about empathy and not knowing what the future holds for anyone is a crucial reminder.

Thank you for sharing your thoughts and encouraging reflection on our own behavior. I hope this post sparks a meaningful conversation about kindness and awareness. What are some ways you think we can collectively discourage this type of shaming in our communities?