বাজারে আগুন
গতকাল পেপার পত্রিকায় এবং বিভিন্ন নিউজে দেখলাম যে বাজারে নাকি দাম নিয়ন্তনে রয়েছে। বাজারে নাকি অনেক জিনিসের দাম অনেকটা কমে গিয়েছে। কিন্তু আমি যখন বাজারে গেলাম বাজারে গিয়েই মাথায় হাত দিতে হয়েছে। ততটাই নিউজ হোক না কেন যতটাই খবর প্রকাশিত হোক না কেন সব কিছুর মধ্যেই কিন্তু ভেজাল রয়েছে। কারণ যে জিনিসের দাম গুলো টিভিতে বলা হচ্ছে কম কিন্তু প্রকৃত অর্থে বাজারে গিয়ে সেই জিনিসগুলোই বেশি দামে কিনতে হচ্ছে।
তবে এটাও ঠিক বেশ কিছু পণ্যের দাম কমেছে এবং সেই পণ্যগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পন্যের মধ্যেই পড়ে। কিন্তু অপর প্রান্তে যে হারে নিউজ কিংবা টেলিভিশনে দেখানো হচ্ছে ঠিক সেভাবে কিন্তু দাম কমার কোন নাম গন্ধই পাচ্ছিনা। বরঞ্চ বেশ কিছু পণ্যের উপরে আরো দাম বৃদ্ধি পেয়েছে। এই সবগুলো আসলে বলার মত দেখার মত কেউ নেই শুধুমাত্র আমাদের মত সাধারণ জনগণের সমস্যা হচ্ছে।
অন্যান্য জায়গায় রমজান মাস আসলে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়। কিন্তু অপরদিকে আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসাহীদের কারণে প্রত্যেকটি জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়ে যায়। এটা শুধুমাত্র এক বছরের কাহিনী নয় বরংচ বিগত অনেক বছর ধরে এই বিষয়গুলো আমরা দেখতে পারছি এবং এর বিরুদ্ধে সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করবে সরকার কিংবা জনপ্রশাসনের কোন প্রতিষ্ঠান! সেই বিষয়গুলো কিন্তু আমাদের কখনো চোখে পড়েনি আর চোখে পড়ার মতো নয়। কারণ এই বিষয়গুলো আপনারা সকলেই ভালো জানেন। তারপরও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই মৃত্যুর প্রয়োজনের জিনিসের দাম যেন আমাদের হাতের নাগালে থাকে।
"আপনার এই লেখাটা সত্যিই আমাদের সাধারণ মানুষের কষ্টের প্রতিচ্ছবি। মিডিয়া আর সংবাদপত্রে যতই বলুক দাম কমেছে, বাস্তব বাজারে গিয়ে যখন দেখি তার উল্টো — তখন সত্যিই মনে হয় যেন আমাদের নিয়ে কেউ ভাবেই না। আপনি খুব সুন্দরভাবে আমাদের মনের কথা তুলে ধরেছেন। বিশেষ করে রমজান বা উৎসবের সময় যখন দাম কমার কথা, তখনই উল্টো দাম বেড়ে যায় — এটা খুবই দুর্ভাগ্যজনক। এমন সাহসিক ও বাস্তবধর্মী লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আপনি ভবিষ্যতেও এভাবেই লিখে যাবেন। 🙏"