ডিজিটাল যুগে মূল্যবোধের সংকট


humanity-7707756_1920.jpg

Source

আমার এখনো শৈশবের কিছু কথা মনে আছে। এই সময়টা আমাদের হাতে কোন ধরনের ডিজিটাল ডিভাইস ছিল না। হাতে টেলিফোন ছিল না। শুধুমাত্র বাসায় ছিল সাদাকালো টিভি। কিন্তু বর্তমানে প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল ফোন রয়েছে এবং মোবাইল ফোন হাতে থাকা মানেই হচ্ছে পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় রাখার। এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি। কিন্তু একটি বিষয় কি আমরা কখনো অনুধাবন করতে পারছি যত প্রযুক্তি উন্নত হচ্ছে ততো আমাদের মূল্যবোধ কমে যাচ্ছে, আমরা একে অপরকে সাহায্য করা কমিয়ে দিচ্ছি।

তবে আমি সবার কথা বলছি না, আমি এভারেজ একটি হিসাব করে দেখছি। এছাড়াও এই ডিজিটাল দুনিয়ার মাধ্যমে আমরা একে অপরকে সাথে যেমন ডিজিটাল ভাবে যুক্ত হই তবে ফিজিক্যালি ভাবে আমরা ততটাই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। আগে আত্মীয়-স্বজনদের মাঝে একটি মূল্যবোধ ছিল, একটি ভালোবাসা ছিল, একটি ভালোবাসার বন্ধন ছিল। তবে এখন সেটা দেখতে পাওয়া খুবই দুস্কর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আগে যখন আমরা বিকেলে মাঠে খেলাধুলা করতাম, তখন আমাদের এলাকার সকল মহিলারা একে অপরের সাথে গল্প করতো, আড্ডা দিত আমাদের মাঠের সামনে দাঁড়িয়ে থাকতো। কিন্তু এখন এটা কয় জায়গায় হয়। একটু বিষয়টা ভালোভাবে বিবেচনা করলেই বুঝতে পারবেন। আগে মানুষের মধ্যে আন্তরিকতা ছিল বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার একটি মন মানসিকতা ছিল কিন্তু বর্তমানে সেটাও দিন দিন অনেকটা কমে আসছে।

ABB.gif