মানুষ চেনার একমাত্র মাধ্যম হলো সময়!
সময় এমন একটা বিষয় যে এই বিষয় থেকে আমরা কেউ বের হয়ে আসতে পারি না। সময় এমন একটা স্রোত যে স্রোতের মাধ্যমে আমরা সকলেই ভেসে চলি। সময় পিছনের দিকে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। তাই জীবনে চলার পথে আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করি যে সকল সিদ্ধান্ত গ্রহণ করি সেগুলোকে আবার পুরনো বিবেচনা করে সেই সময়টাকে ফিরিয়ে নেওয়ার কোন বিকল্প রাস্তা নেই। তাই তো জীবনে যাই করবেন না কেন প্রতিটা পদক্ষেপ অনেক চিন্তাভাবনার শহীদ নিতে হবে।
সময়ের মায়াজালের মধ্যেই রয়েছে জীবনের আসল সত্য। প্রত্যেকটা মানুষ কে রকম তার স্বভাব কিরকম সে আপনার সাথে কেন ভালো ব্যবহার করছে কিংবা আপনার সাথে কেন খারাপ ব্যবহার করছে, কে প্রকৃত অর্থে আপনার ভালো চায়, কে প্রকৃত বন্ধু আপনার জীবনে। সেই সব কিছুই একমাত্র সময় আমাদেরকে বলে দিতে পারে। তাই সময়কে আলাদাভাবে তাচ্ছিল্য করার মতো কিছুই নেই বরঞ্চ সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়।
জীবনে চলার পথে এমন অনেক মানুষেরই আমাদের জীবনে আসবে যারা হয়তো আমাদের ভালো চাইবে এসব কিছু আমরা ব্যক্তিগতভাবে অনুভব করতে পারব, কিন্তু মানুষের ভিতরে কি রয়েছে তাদের পরিকল্পনা কি রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝে উঠতে পারিনা। কিন্তু অপর প্রান্তে যখন আমাদের ক্ষতি হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যে সে আসলেই আমার জন্য ভালো ছিল না। তখন কিন্তু সবকিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটাই হচ্ছে সময়ের খেলা।