দূরত্ব অসহনীয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সম্পর্ক গুলো কেমন যেনো অদ্ভুত ধরনের। কখনো কখনো খুব সম্পর্ক একেবারে গভীর হয়ে যায়। আবার কখনো কখনো খুব মলিন হয়ে যায়। আসলে আমরা সব মানুষের সাথেই যে খুব দ্রুত সম্পর্ক স্থাপন করি তা নয়। অর্থাৎ আমরা সব সম্পর্ক গুলো সুন্দরভাবে গড়ে তুলতে অনেকটা সময় নেই। বলা চলে অনেকটা সময় অতিবাহিত করার পরেই আমরা আমাদের সম্পর্কগুলোকে একটা সুন্দর মুহূর্তে আনতে পারি। কিন্তু এসবের মধ্যে অন্য একটি ব্যাপার রয়েছে। এবং সেটা হলো আসলে আমরা যখন কোনো একটা সম্পর্ক তে ঢুকি কিংবা কোনো সম্পর্ক তৈরি করি। তখন আসলে আমাদের মন অনেক বেশি কাছাকাছি কাছাকাছি থাকে। যে কারণে আমরা হয়তো ওই দূরত্ব যদি থাকেও, তাও সেটা টের পাই না।

কিন্তু যতো সময় বাড়তে থাকে, যত সময় অতিবাহিত হতে থাকে। যত বেশি আসলে আমরা সেই সম্পর্ককে সময় কাটাতে থাকি। ততো বেশি পরিস্থিতির কারণে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। কারণ স্বাভাবিকভাবে এটা একেবারে চিরন্তন সত্য কথা। আপনি একটি মানুষকে শুরুর দিকে যে সময় দিবেন, শেষ সময়ও সেই সময় দিতে পারবেন। এটা একেবারে সম্ভব নয়। কারণ আপনার অনেক কাজ থাকতে পারে, আপনার ব্যস্ততা থাকতে পারে। আপনার জীবনে বিভিন্ন ব্যস্ততা চলে আসতে পারে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে যে, সব সময় একই ভাবে সময় দেওয়া সম্ভব নয় এবং সেই কারণে আসলে একটা দূরত্ব চলে আসে।

কিন্তু অদ্ভুত ব্যাপার কিংবা দুঃখের ব্যাপার হলো। সেই দূরত্ব আসলে এক পক্ষ থেকে আসলে কেনো যেনো অন্য পক্ষ সেই বিষয়টি আর বুঝতে চায় না এবং সহ্যও করতে পারে না। এটায় কিন্তু আসলে অন্যপক্ষ এর দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ সে আসলে ওই মানুষটিকে ভালোবাসে বলেই ওই দূরত্ব সহ্য করতে পারে না। এখন এখানে হয়তো অনেকেই বলবেন যে এখানে কেউ ইচ্ছে করে দূরত্ব সৃষ্টি করছে না। আমিও আপনাদের সাথে একেবারেই একমত। অর্থাৎ এখানে সত্যিই কেউ ইচ্ছাকৃতভাবে দূরত্ব সৃষ্টি করছে না। কিন্তু ওই যে বললাম, মানুষ পরিস্থিতির শিকার এবং ওই পরিস্থিতির কারণেই আসলে মানুষ অনেক বেশি তীব্র কষ্ট পায় ওই দূরত্বের জন্যে।

ABB.gif

Sort:  

@ritzy-writer, your post beautifully captures the complex and often bittersweet nature of relationships! The way you describe the shifting dynamics and the unavoidable distances that creep in over time is so relatable. I especially appreciate your understanding and empathetic perspective, acknowledging that these distances aren't always intentional but rather a consequence of life's circumstances.

The image you've selected enhances the pensive mood of your writing. You have a talent for expressing profound thoughts in a simple and accessible way. Thank you for sharing your reflections with us. I encourage other readers to share their thoughts and experiences on this topic; it's a conversation we can all learn from! Keep up the great work!