সোশ্যাল মিডিয়ার আসল মুখ
আমরা তো সবাই কমবেশি সোশাল মিডিয়া ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আমরা বিনোদন পাই আর দেশ-বিদেশের বিভিন্ন ধরনের খবর পাই। এছাড়াও আর সেই খবরের গুজব কিন্তু আমরা শুনতে পাই। সোশ্যাল মিডিয়া যেমন ভালো কাজে ব্যবহার করা যায়, ঠিক তেমনিভাবে এর অনেক অপরাধ মূলক কাজ রয়েছে। যেসব কাজের মাধ্যমে আমরা নিজেদের স্বার্থ হাসিল করে থাকি।
কিছুদিন আগে একটি খবরে দেখলাম প্রায় 16 বিলিয়ন পাসওয়ার্ড আইডি এবং ইউজারনেমসহ সেগুলো ফাঁস হয়ে গেছে। হ্যাকাররা সেগুলো হাতিয়ে নিয়েছে। এই বিষয়গুলো জানার পরে কখনো কি প্রশ্ন জাগে না আপনি এবং আমি যেগুলো পাসওয়ার্ড ব্যবহার করছি সেই পাসওয়ার্ডগুলো সুরক্ষিত আছে তো! নাকি সেই পাসওয়ার্ড গুলো হ্যাকারদের আন্ডারে চলে গেছে? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক এবং এর জন্য জরুরি পদক্ষেপও আমাদেরকে গ্রহণ করতে হবে। এর মধ্যে থেকে বুঝা যায় সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কত বড় হুমকি এবং ক্ষতির কারণ হতে পারে।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নগ্নতার এক মেলা চলছে। সবাই যেন নিজের দেহ দেখাতে ব্যস্ত। যে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে ভালো চাকরির আশায় দিনরাত পরিশ্রম করছে কিন্তু তাদের কোন কিছু হচ্ছে না। অপর প্রান্তে যারা অশ্লীলতা ছড়াচ্ছে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে টিকটক এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ড্যান্স করে বেড়াচ্ছে, দিন শেষে দেখা যাচ্ছে সমাজে তাদের গ্রহণযোগ্যতা বেশি এবং তারা অনেক অল্প বয়সেই অর্থ উপার্জন করছে। এই বিষয়গুলো সমাজ থেকে আস্তে আস্তে সরাতে হবে। না হলে এই সমাজ পুরোটাই ধ্বংস হয়ে যাবে এই অশ্লীলতার মাঝে।


Hey @ritzy-writer! 👋
We’ve recently launched our witness @cur8.witness 🚀
We’re actively curating quality content and developing tools like Cur8.fun and our Telegram bot, along with new projects for Steem.
If you think we're doing good support us here → Vote for cur8.witness